#পশ্চিম মেদিনীপুর- হাতির হানায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, বনাঞ্চলে জমির অবহিত হস্তান্তর বন্ধ করা, বন অধিকার আইন দ্রুত কার্যকর করা, ফরেস্ট রেঞ্জ ও বিট অফিসে কর্মরত অস্থায়ী কর্মীদের ছাঁটাই না করার দাবিতে বৃহস্পতিবার সকালে শালবনীর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, সারা ভারত খেতমজুর সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। পথ অবরোধ, বিক্ষোভের পাশাপাশি শালবনীর পীড়াকাটা এলাকায় মিছিল করে সংগঠন।