প্রসঙ্গত, রবিবার (৯ জানুয়ারি) শীতের দুপুরে খড়্গপুর থেকে কয়েকজন যুবক গিয়ে ভসরাঘাট এলাকায় পিকনিক করতে যান। সুবর্ণরেখা নদীর তীরেই তারা খাওয়া-দাওয়া করছিলেন বলে জানা যায়। তারপরই স্নান করতে নেমে চোরা গর্তে তলিয়ে যায় ওই যুবক। নদীর পাড় থেকে সিদ্ধান্তের জামাকাপড়, ব্যাগও উদ্ধার হয়। তার আশেপাশে কিছু প্লাস্টিকের গ্লাসও দেখতে পাওয়া গেছে! স্থানীয়দের বক্তব্য, হয়তো বন্ধুরা মিলে মদ্যপানও করছিলেন! তবে, যাই হোক এতজন বন্ধু থাকা সত্ত্বেও কিভাবে আরেক বন্ধু তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ। অন্যদিকে, এই উদ্ধারকার্যে উদ্যোগী হয়েছেন স্বয়ং কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুও। গত চব্বিশ ঘণ্টায় ব্যাপকভাবে উদ্ধারকার্য চালানো হলেও, এখনও উদ্ধার হয়নি সিদ্ধান্তের দেহ। মঙ্গলবার ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
Jan 11, 2022 10:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পিকনিক করতে গিয়ে সুবর্ণরেখা নদীতে তলিয়ে গেলো যুবক, ৪৮ ঘন্টা পরেও উদ্ধার করা গেল না
