প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকাল ১০ টা নাগাদ, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ধর্মা সংলগ্ন কোলসানডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক মেদিনীপুর থেকে কেশপুর অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগামী (সুপার ফাস্ট) বাসটিও ওই একই অভিমুখে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাইকের পেছনে ধাক্কা মারলে, ছিটকে পড়েন বাইক আরোহী। মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে, মৃতদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে। মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বছর ৪০-৪৫ এর ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে কোতোয়ালী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করে রাস্তা। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে তবে বাসের চালক পলাতক বলে জানা গেছে।
advertisement