TRENDING:

Paschim Medinipur: সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের

Last Updated:

সাতসকালেই মেদিনীপুর শহর সংলগ্ন (ধর্মার কাছে) কোলসান্ডা এলাকায়, রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মেদিনীপুর থেকে ঘাটালগামী 'আপনজন' নামক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুরঃ সাতসকালেই মেদিনীপুর (Midnapur) শহর সংলগ্ন (ধর্মার কাছে) কোলসান্ডা এলাকায়, রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা (Accident)! দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মেদিনীপুর (Midnapur) থেকে ঘাটালগামী 'আপনজন' নামক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর (Midnapur) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ওই যুবকের পরিবারের খোঁজ করা হচ্ছে।
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল
advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকাল ১০ টা নাগাদ, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ধর্মা সংলগ্ন কোলসানডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক মেদিনীপুর থেকে কেশপুর অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগামী (সুপার ফাস্ট) বাসটিও ওই একই অভিমুখে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাইকের পেছনে ধাক্কা মারলে, ছিটকে পড়েন বাইক আরোহী। মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে, মৃতদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে। মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বছর ৪০-৪৫ এর ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে কোতোয়ালী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করে রাস্তা। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে তবে বাসের চালক পলাতক বলে জানা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা! বাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল