ঘটনার সময় এক ব্যক্তি পুরো ঘটনাটি তার মোবাইল থেকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল সাইটে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। খবর পেয়ে কিছুক্ষণ পর মেদিনীপুর শহর থেকে চারজনের একটি পশুপ্রেমী দল পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রতিবাদ করায় ২ মহিলাসহ ওই পশুপ্রেমী দলটিকে ব্যাপক হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের বেঁধে রেখে পেটানোর হুমকি দেয়া হতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। কার্যত পুলিশের ঘেরাটোপে এলাকা ছাড়তে সক্ষম হন ওই পশুপ্রেমী দলটি। মেদিনীপুর শহরের পশুপ্রেমী সিবু রানা জানিয়েছেন, সকাল দশটা নাগাদ স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা গিয়ে দেখি একটি কুকুরকে নিশংসভাবে পিটিয়ে মারছে দুই ব্যক্তি। পশুপ্রেমী রিনা কর্মকার জানান, কুকুরটিকে দুজনের বিরুদ্ধে হত্যার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন তারা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
advertisement
জানা গেছে কয়েকদিন আগে কুকুরটি এলাকার একটি ফল ওয়ালার বেড়ালকে কামড়ে ছিল। কিন্তু বেড়ালটি সুস্থ রয়েছে এখন। তখন থেকেই কুকুরটিকে পিটিয়ে মারার পরিকল্পনা করে ওই ব্যবসায়ী। মোটা বাঁশ দিয়ে কুকুরটিকে ব্যস্ত বাজারের মধ্যে বারবার কোমরে আঘাত করে ওই ব্যক্তি। আধমরা কুকুরটিকে এরপর আরও এক ব্যক্তি মোটা লাঠি দিয়ে বেধড়ক মারে। মারের চোটে মুখ ফেটে কুকুরটি চোখ বাইরে বেরিয়ে যাওয়ার পরে রেহাই দেয় তারা। ইতিমধ্যেই দুজন ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পশুপ্রেমীরা। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তারা। কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমেছে।