পুলিশ সূত্রে খবর, বুধবার ওই নাবালিকা সার্কাস দেখে ফেরার পথে উক্ত এলাকার বলিস্বরপুর এলাকায়, ৪২ বছরের এক ব্যাক্তি, নাম মুস্তাফা খাঁন, ওই নাবালিকার পথ আটকে চোখে লংকার গুড়ো ছিটিয়ে গলায় ছুরি চালিয়ে চম্পট দেয়।নাবালিকাটি রকাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুততার সঙ্গে এসে ওই নাবালিকাকে পিংলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যালে।ঘটনায় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে আরো খবর, ওই ব্যাক্তি মাঝে মধ্যেই ও নাবালিকাকে উত্তপ্ত করতো। এমনকি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু তাতে কেউ রাজি না হওয়াতে এই ঘটনা ঘটিয়েছে। মুস্তাফার খোঁজ চালাচ্ছে পিংলা থানার পুলিশ।অপরদিকে এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে পিংলা থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পিংলা থানার পুলিশ।
advertisement
Location :
First Published :
Jan 27, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Crime: পিংলার ক্ষীরাই অঞ্চলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, এক স্কুলছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ