মঙ্গলবার সন্ধে সাতটার সময় মোটর বাইকের পিছনে বসে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা মারলে গুরুতর আহত হন চিকিৎসক ।
চণ্ডীপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বুকে, পেটে আঘাত নিয়ে কোমা স্টেজে ভর্তি হন। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়। তবে তার আগেই রাত একটা নাগাদ মৃত্যু হয়।
advertisement
এই বছরেই নিট পিজি তে ভাল ফল করে কলকাতার ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে শিশু চিকিৎসা বা পেডিয়াট্রিক নিয়ে সুযোগ পান শিশু চিকিৎসক। বর্তমানে হাওড়া আন্দুলে থাকতেন। মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন চিকিৎসক। ২০১৩ সালে এমবিবিএস পড়তে আসে এসএসকেএম হাসপাতালে৷ গতকাল দিঘা নন্দকুমার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷ মায়ের অভিযোগ, এই ঘটনায় চক্রান্ত আছে। লরি ধাক্কা মেরেছে কিন্তু বাইকের টায়ারের দাগ পাওয়া গেছে৷
