জানা যাচ্ছে, মেলা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৬ জন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। চারচাকা উল্টে গিয়ে আহত হয়েছেন ভিতরে থাকা ৬ জন যাত্রীই। বিখ্যাত তুলসিচারার মেলা দেখে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ দেশি পিস্তল নিয়ে এলাকায় ঘোরাঘুরি! খবর পেতেই হানা দিল পুলিশ, গ্রেফতার এক নাবালক
advertisement
গভীর রাতে গাড়ির চালকের চোখে ঘুম নেমে আসার কারণেই এই অঘটন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে সবং থানা ও সবং থানার ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অপরদিকে নয়ানজুলি থেকে গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। আহত ৬ জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানা এলাকার নারমা গ্রামে।
প্রসঙ্গত, গাড়ি চালানোর সময় চালকের চোখে ঘুম নেমে আসায় এর আগেও প্রচুর দুর্ঘটনা ঘটেছে। এবারও পশ্চিম মেদিনীপুরের সবংয়ে একই ঘটনা ঘটল। তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের নীলা এলাকায় নয়ানজুলিতে উল্টে গেল একটি প্রাইভেট গাড়ি। তুলসিচারার মেলা দেখে ফেরার পথে ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা ৬ জনই আহত হয়েছেন।
