আরও পড়ুনঃ কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
নোটিসে বরের বাবা আলঙ্গীর শেখের সন্তানসংখ্যা ও নাম সংক্রান্ত গুরুতর ভুল তথ্য উল্লেখ ছিল। পরিবারের দাবি, আলঙ্গীর শেখের এক ছেলে ও এক মেয়ে—মোট দুই সন্তান। অথচ শুনানির নোটিসে উল্লেখ করা হয়, তাঁর নাকি ছয় সন্তান রয়েছে এবং নামেও রয়েছে একাধিক ভুল।
advertisement
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে দিন শুনানির জন্য ডাকা হয়, সেই দিনই ছিল রানা শেখের বিয়ের দিন—সোমবার। পরিস্থিতির চাপে পড়ে বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই বর হাজির হন নানুর ব্লক অফিসে SIR শুনানিতে। শুনানি পর্ব শেষ করেই সোজা বিয়ে করতে রওনা দেন তিনি। পরিবার সূত্রে অভিযোগ, ভুল তথ্যের ভিত্তিতে এই ধরনের শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। ফের একবার SIR শুনানির নামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল।
