নোটিস দিয়ে ৭ দিনের মধ্যে পুনেতে দেখা করতে বলা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে তার নামে সিম তুলে অবৈধ কাজ করা হচ্ছে। কয়েকদিন আগেই চিঠি এসে পৌঁছায় অশোকনগরের রাজবাড়িয়ার বাসিন্দা মনিরুল গোলদারের(৩৬) কাছে। মনিরুল পেশায় মৌ-চাষী।
আরও পড়ুন: ভয়াবহ দেশ-বাংলাদেশ! সামান্য কারণে এবার পিটিয়ে খুন রিকশাচালককে! দেখেও এগিয়ে এল না কেউ
advertisement
এরপরই প্রচন্ড মানসিক চাপে ছিলেন ওই যুবক। এরপর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। তবে, মাটিতে লেগে থাকা পা, গলায় ফাঁস দেওয়া অবস্থায় যেভাবে পাওয়া গিয়েছে ওই যুবককে, সেই মৃত্যু অস্বাভাবিক মনে করছে পরিবারের সদস্যরা। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মনিরুলের স্ত্রী অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, এক গৃহবধূর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ইটাহার থানার বাজিতপুর গ্রামে। রাবি খাতুনের (৩২) রায়গঞ্জ থানার ইটাল গ্রামে বিয়ে হয় আনয়ারুল আলির সঙ্গে। বুধবার রাতে শ্বশুর বাড়িতে থাকলেও বৃহস্পতিবার বাবার বাড়ি বাজেদপুরের বাড়ি থেকে বেশ কিছু দূরে সরিষা জমিতে রাবি খাতুনের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে আনে। রায়গঞ্জ মর্গে দেহ পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। মৃতার ভাইয়ের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে।
