TRENDING:

West Bengal News: হঠাৎ রাজ্য সড়কে ব্যাপক হানা বাইসনের! গুরুতর আহত দুই সাইকেল আরোহী

Last Updated:

West Bengal News: বৃহস্পতিবার বিকেলে গ্রামে ঘুরে ঘুরে সুপারি কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, বানারহাট: মরাঘাট জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাজ্য সড়কে বাইসনের হামলা, গুরুতর আহত দুই সাইকেল আরোহী। মরাঘাট জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাজ্য সড়কে সাইকেল আরোহীদের উপর বাইসনের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বানারহাটের গয়েরকাটা এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই সাইকেল আরোহী।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামে ঘুরে ঘুরে সুপারি কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় খুট্টিমারি জঙ্গলের ৩ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আচমকা একটি বাইসন সাইকেলের উপর হামলা চালায়। বাইসনের তাণ্ডবে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। তবে বরাত জোরে প্রাণে বাঁচেন সাইকেল আরোহীরা। যদিও দু’জনেই গুরুতরভাবে আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মরাঘাট রেঞ্জের জঙ্গলে বাইসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটের ‘ভুলভুলাইয়া’-তে গেছেন? ঢুকলেই গোলকধাঁধা, হারিয়ে যাবেন আয়নার জাদুতে
আরও দেখুন

জঙ্গলের ঘনত্ব বাড়ার পাশাপাশি বাইসনের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বন কর্মীদের পক্ষ থেকে জঙ্গলের মধ্য দিয়ে চলাচলের সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: হঠাৎ রাজ্য সড়কে ব্যাপক হানা বাইসনের! গুরুতর আহত দুই সাইকেল আরোহী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল