TRENDING:

West Bengal News: বাইক কেনার নেশায় বাড়ি ছেড়েছিল, আনন্দপুরের আগুনে নিখোঁজ তমলুকের সেই স্কুল পড়ুয়া!

Last Updated:

West Bengal News: বন্ধুদের মোটরসাইকেল রয়েছে। তারও চাই। তাই বাবা মা কে বারবারই মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: বাইক কেনার নেশায় বাড়ি ছেড়েছিল। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় আজও নিখোঁজ তমলুকের সেই স্কুল পড়ুয়া! মোটর বাইক কিনে দেওয়ার জন্য বাবা মা-র কাছে পীড়াপীড়ি করত। কিন্তু ছেলে বারবার বলার পরও তাকে বাইক কিনে দেননি তাঁরা। স্কুলের পড়াশোনার ফাঁকে বাড়ির কাউকে কোনও কিছু না জানিয়ে তাই মোটরসাইকেল কেনার টাকা যোগাড়ের লক্ষ্যে বন্ধুর সাথে আনন্দপুরে কাজ করতে গিয়েছিল স্কুল ছাত্র দেবাদিত্য দিন্দা। কিন্তু আনন্দপুর অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ তমলুকের সেই স্কুল ছাত্র। আজও বাড়ি ফিরে আসেনি সে।
কী দুর্ভাগ্যজনক ঘটনা
কী দুর্ভাগ্যজনক ঘটনা
advertisement

বন্ধুদের মোটরসাইকেল রয়েছে। তারও চাই। তাই বাবা মা কে বারবারই মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলত। কিন্তু বাড়ি থেকে মোটরসাইকেল কিনে দিতে সম্মত হননি। তখনই বন্ধুদের সাথে স্কুলের ছুটিতে বাড়ির কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে গিয়েছিল ১৭ বছরের স্কুল ছাত্র দেবাদিত্য দিন্দা। টুলিয়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। বাবা শংকর দিন্দা ও মা শর্মিষ্ঠা দিন্দা ভাবতেই পারেননি তাঁদের ছেলে অগ্নিকাণ্ডে পড়ে এভাবে নিখোঁজ হয়ে যাবে।

advertisement

বন্ধুর সঙ্গে দেখা করার নাম করে বেরিয়ে যাওয়া ছেলেটা যে এভাবে বিপদে পড়বে, সে কথা ভাবতেও পারেননি তাঁরা। না বলে চলে যাওয়ার কিছুদিন পর একদিন মা-কে ফোন করে জানিয়েছিল, আনন্দপুরে ফুলের কাজে সে গিয়েছে। কয়েকদিন কাজ করেই সে ফিরে আসবে বলেও জানিয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
'ভগবানে'র মতো পাশে দাঁড়ালেন বিধায়ক, মারণ-রোগকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরল একরত্তি
আরও দেখুন

শেষ ফোনে সে মাকে বলেছিল কয়েকদিনের মধ্যে কাজ থেকে ফিরবে এবং সে পরীক্ষাও দেবে। সেই ফোনই যে শেষ ফোন হবে, এটা মেনে নিতে পারছেন না শর্মিষ্ঠা দেবী। তাই ছেলে ফিরবে এই আশায় পথ চেয়ে অপেক্ষায় আছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: বাইক কেনার নেশায় বাড়ি ছেড়েছিল, আনন্দপুরের আগুনে নিখোঁজ তমলুকের সেই স্কুল পড়ুয়া!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল