TRENDING:

North 24 Parganas News: বসিরহাটে ফুলের উপত্যকা! ঘুরে আসুন রঙিন ফুলের সমারোহে

Last Updated:

শীতের আমেজে বসিরহাটের ঘোষবাড়ি এখন রঙিন ফুলের সম্ভারে মোড়া এক স্বপ্নিল ঠিকানা। ইনকা গাঁদার উজ্জ্বল হলুদ, বোগেনভিলিয়ার বেগুনি-গোলাপি আভা আর ডালিয়ার নানা রঙের বাহারে চারদিক যেন হয়ে উঠেছে চোখ জুড়ানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাটে ফুলের উপত্যকা! ঘুরে আসুন রঙিন ফুলের সমারোহে। এ যেন বসিরহাটের বুকে এক ছোট্ট ফুলের উপত্যকা। শীতের আমেজে বসিরহাটের ঘোষবাড়ি এখন রঙিন ফুলের সম্ভারে মোড়া এক স্বপ্নিল ঠিকানা। ইনকা গাঁদার উজ্জ্বল হলুদ, বোগেনভিলিয়ার বেগুনি-গোলাপি আভা আর ডালিয়ার নানা রঙের বাহারে চারদিক যেন হয়ে উঠেছে চোখ জুড়ানো।
advertisement

ঘোষবাড়ি প্রাঙ্গণে পা রাখলেই মুহূর্তের মধ্যে মন ভাল হয়ে যায়। ফুলের সারি, রঙের বৈচিত্র্য আর মনোরম পরিবেশ এক অনাবিল প্রশান্তির অনুভূতি এনে দেয় দর্শনার্থীদের মনে। ব্যস্ততার ক্লান্তি ভুলে এখানে দাঁড়ালেই প্রকৃতির সঙ্গে যেন এক নিবিড় আলাপ জমে ওঠে। শীতকাল মানেই ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ সময়। আর সেই সময়টাকে আরও উপভোগ্য করে তুলতেই বসিরহাটের এই ফুলের সমারোহ হয়ে উঠেছে আদর্শ গন্তব্য। পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে অল্প সময়ের ঘোরাঘুরির জন্য ঘোষবাড়ির এই ফুলে-ঢাকা পরিবেশ এখন সকলের মন কাড়ছে। বিশেষ করে সকাল ও বিকেলের নরম রোদে ফুলের রঙ আরও উজ্জ্বল হয়ে ওঠে। অনেকেই স্মৃতির ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন এই অপরূপ দৃশ্য। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের কাছেই এই ফুলের বাগান হয়ে উঠেছে আনন্দের এক নতুন ঠিকানা। স্থানীয় বাসিন্দাদের কথায়, এমন ফুলের আয়োজন বসিরহাটে পর্যটনের নতুন সম্ভাবনার দিকও খুলে দিচ্ছে। প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্র শিল্পীদের কাছেও এটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় স্থান। বসিরহাটে এমন রঙিন ফুলের সমারোহ শীতের দিনে শহরের বুকে এনে দিয়েছে প্রশান্তি আর সৌন্দর্যের এক অনন্য উপহার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলের ঐতিহ্য বেগুনকোদর রাস মন্দির! রাজ্য সরকারের উদ্যোগে হচ্ছে সংস্কার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটে ফুলের উপত্যকা! ঘুরে আসুন রঙিন ফুলের সমারোহে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল