প্রথম দিকে বিসর্জনের শোভাযাত্রা ঠিকঠাক চললেও গভীর রাতে দুই ক্লাবের মধ্যে শুরু হয় অশান্তি। কোতোয়ালি থানার সামনেই ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারির সদস্যদের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাস্তার দু’পাশে থাকা দর্শনার্থীরা।
advertisement
দুই ক্লাবের সদস্যরা একে অন্যকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল ছুটতে থাকে। সরস্বতী পুজো বিসর্জনের শোভাযাত্রা রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তায় প্রতিমা রেখেই যে যার মতো পালিয়ে যান ক্লাবের সদস্যরা।
আরও পড়ুনঃ প্রকৃতিকে ‘ভগবান’ রূপে পুজো! বসন্তের আগমনে ভারতের প্রাচীন জনজাতির উধৌলি উৎসব উদযাপন, স্বচক্ষে দেখুন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। মৃদু লাঠিচার্জ চালাতে বাধ্য হয় পুলিশ। সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এরপর পুনরায় বিসর্জন পর্ব শুরু হয়। পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে সম্পন্ন হয় বাগদেবীর বিসর্জন।
