নদীর করালগ্রাস থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে শুরু হয়েছে ম্যানগ্রোভ নার্সারি। নদীর চরে লাগানো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, যা প্রাকৃতিকভাবে নদীবাঁধকে মজবুত করবে। বর্ষা শুরু হলেই নদীর জলস্তর বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে নদীভাঙনের আশঙ্কা। প্রবল স্রোত আর অপরিকল্পিত বাঁধ, সবমিলিয়ে নদী তীরবর্তী মানুষের জীবন হয়ে ওঠে অনিশ্চিত।
আরও পড়ুন: ঝাড়গ্রামে বসন্তেই গ্রীষ্মের দাপট! তড়তড়িয়ে বাড়ল পারদ, তাপমাত্রা কত জানলে কপালে উঠবে চোখ
advertisement
এই নদীই একদিকে যেমন জীবিকার উৎস, অন্যদিকে তেমনি ভয়ংকর শত্রু। প্রতিবছর ভাঙনে ঘরছাড়া হন অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় নেন বাঁধের ওপর কিংবা খোলা আকাশের নিচে। এই বুঝি নতুন করে ভাঙন, এই ভয়াবহ বাস্তবতার মাঝেই আশার আলো ভাঙনের হাত থেকে মুক্তি পেতে শুরু হল ম্যানগ্রোভ লাগানোর কাজ এবং নার্সারি তৈরি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নদীভাঙন রোধে প্রাকৃতিক সমাধান হিসেবে তারা বেছে নিয়েছেন ম্যানগ্রোভ গাছ। ম্যানগ্রোভ গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে, নদীর স্রোতের ধাক্কা কমায় এবং ধীরে ধীরে তৈরি করে এক প্রাকৃতিক বাঁধ। তাই ভাঙনের সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি হয়েছে ম্যানগ্রোভ নার্সারি।





