এমন দুর্ঘটনায় শম্ভুনাথকে বাঁচানো যায়নি। তাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। তারা স্থানীয়দের হাতে ধরা পড়া বাইক আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ভারী যান চলাচলের নয়া আপডেট! মোহনপুর ব্রিজের লোড ক্যাপাসিটি বেড়ে হল ৩৫ টন, খুশি ব্যবসায়ীরা

বাইক অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাইকের অতিরিক্ত গতি কমাতে সচেতনতা অভিযান শুরু করার কথা ভাবছে পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নতুন করে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হাতে নেওয়া হবে। ব্যাপক সচেতনতা এই ধরণের প্রাণহানি রুখতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাইক চালকের দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন স্থানীয়রা।