এই বিপুল বর্জ্য পদার্থের প্রায় ৪০ শতাংশই প্লাস্টিক জাতীয় দ্রব্য। প্লাস্টিকের বোতল, পলিথিন, প্যাকেট সহ আরও অন্যান্য সামগ্রী। এখন প্রশ্ন, কিন্তু এই বিপুল প্লাস্টিক সামগ্রী এল কোথা থেকে? সাগর মেলার আগে থেকেই প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালানো হচ্ছিল।

আরও পড়ুনঃ টলোমলো পায়ে হাঁটতে গিয়ে গরম ডালের পাত্রে! মর্মান্তিক পরিণতি ১১ মাসের শিশুর, শোকে পাথর সুতাহাটার পরিবার

advertisement

এমতাবস্থায় অভিযোগের তির পুণ্যার্থীদের দিকে। বলা হচ্ছে, তাঁরাই এসব নিয়ে এসেছিলেন। তারপর যেখানে-সেখানে ফেলেছেন। বর্জ্য সাফ করার পর সাগর ব্লকের প্লাস্টিক ও কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে এই আবর্জনা দিয়ে সার হবে ও অন্যান্য কাজে ব্যবহৃত হবে।

View More

গত বছর বর্জ্য সংগ্রহের পরিমাণ ছিল ১ হাজার ১১১ মেট্রিক টন। এই বছর সেই পরিমাণ বেড়ে হয়েছে ১২০০ মেট্রিক টন‌। এবার স্থানীয় দোকানদার থেকে সাধারণ মানুষের উপর প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দেওয়া হয়েছিল পরিবেশবান্ধব ব্যাগ। কিন্তু তারপরেও প্লাস্টিক ব্যবহার কী করে হল, সেটা সকলকে ভাবাচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সমুদ্র সৈকত, পিলগ্রিম শেড, মেলা প্রাঙ্গণ বা রাস্তাঘাট প্রায় সর্বত্র প্লাস্টিক বর্জ্য দেখা গিয়েছে। কোথাও পুণ্যার্থীরা প্যাকেটে খাবার এনেছিলেন, খাওয়াদাওয়ার পর সেটা সেখানেই ফেলে চলে গিয়েছেন। কোথাও আবার জল খেয়ে যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলে দিয়েছেন তাঁরা। এইসব থেকে শিক্ষা নিয়ে মাঘ মেলায় নতুন পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

advertisement