TRENDING:

Purba Bardhaman: এসআইআর শুনানিতে ডাক পেলেন ১০৪ বছরের বৃদ্ধ! কোথায় ঘটলো এমন ঘটনা? 

Last Updated:

SIR Update: এসআইআরের শুনানি পর্বে ছাড় মিলল না ১০৪ বছরের বৃদ্ধের। তাঁকে ধরানো হল এসআইআরের চিঠি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। তবু কেন তাঁকে ডাকা হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় পরিজনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এসআইআরের শুনানি পর্বে ছাড় মিলল না ১০৪ বছরের বৃদ্ধের। তাঁকে ধরানো হল এসআইআরের চিঠি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। তবু কেন তাঁকে ডাকা হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় পরিজনরা। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, “ওই ব্যক্তির শুনানি যাতে বাড়িতে গিয়ে হয় তার ব্যবস্হা করছি আমরা”।
News18
News18
advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ বয়কট করে শাস্তির মুখে বাংলাদেশ! একটি ভুলে ২২ বছর এক দেশের ক্রিকেট বন্ধ করেছিল ICC

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ৩২  বিঘা গ্রাম। জামালপুর এক পঞ্চায়েতের অধীন সেই গ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিম। তাঁর বয়স ১০৪ বছর। এসআইআরের শুনানি পর্ব শুরু হতেই শাসক দলের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছিল, বিশেষভাবে সক্ষম, বৃদ্ধ, বৃদ্ধা ও গর্ভবতী মহিলাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে,বৃদ্ধ বৃদ্ধা, বিশেষ ভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। কিন্তু তারপরও অনেককেই অসুস্থ শরীর নিয়ে শুনানিতে হাজির হতে হচ্ছে। সেই বিতর্কের মাঝেই শুনানির নোটিশ পেলেন ১০৪ বছরের বৃদ্ধ সেখ ইব্রাহিম।

advertisement

এই ব্যাপারে জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, “এই ১০৪ বছরের বৃদ্ধ সেখ ইব্রাহিমের বাড়িতে গিয়েই এই হেয়ারিং পর্ব সারতে হবে। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, ওই ব্যক্তিকে শুনানির জন্য কোথাও যেতে হবে না। তাঁর বাড়িতে গিয়েই শুনানি করবেন আধিকারিকরা”।

আরও পড়ুন: পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেই ৩৪৮ কোটির মামলা! ভারত বা ICC নয়, PCB-র বিরুদ্ধে তৈরি নতুন প্রতিপক্ষ

advertisement

ভোটার কার্ড অনুযায়ী শেখ ইব্রাহিমের জন্ম 1920 সালে। শরীর আর সেভাবে সঙ্গ না দিলেও তাঁর স্মৃতি এখনো টাটকা। ঘরের দাওয়ায় শুয়ে শেখ ইব্রাহিম শোনালেন স্বাধীনতা আন্দোলনের কথা। শোনালেন বিশ্বযুদ্ধের সময়কার অভিজ্ঞতার কথা। জানালেন তিনি দেশকে স্বাধীন হতে দেখেছেন, হাওড়া সেতু তৈরি হওয়া দেখেছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়মন্ডহারবারে 'রসমতী',আসলে পাবেন গুড়ের পিঠে-পুলি,শীত শেষ হওয়ার আগে আরও একবার মিষ্টিমুখ
আরও দেখুন

১০৪ বছর বয়সী এই বৃদ্ধের ফের শুনানি কি প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলছেন আত্মীয় পরিজন গ্রামবাসীরা। তাঁরা বলছেন ২০০২ সালে এসআইআর হয়েছিল তখন সব খতিয়ে দেখেই নিশ্চয় ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় যখন শেখ ইব্রাহিমের নাম রয়েছে তখন আবার কেন তাঁকে শুনানির নোটিশ ধরানো হল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purba Bardhaman: এসআইআর শুনানিতে ডাক পেলেন ১০৪ বছরের বৃদ্ধ! কোথায় ঘটলো এমন ঘটনা? 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল