আলু চাষের জমি কার্যত পুকুরে পরিণত হয়েছে। তবে চাষের জমিতে দুস্কৃতীর কী কারণে তাণ্ডব চালাল, তা বুঝে উঠতে পারছেন না তিনি। সেচনালা কেটে জল ঢুকিয়ে ফসল নষ্টের অভিযোগ উঠছে নকশালবাড়িতে। জল ঢুকে ক্ষতি প্রায় ১০ বিঘা আলু চাষের জমি। নকশালবাড়ির ছোট মনিরাম জোতের বিঘার পর বিঘা আলু চাষ করেছেন অনেকে। শীতের মরসুমে পাহাড়ি আবহাওয়ায় আলু ভাল হওয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে আলু চাষ করেন এখানকার কৃষকরা।
advertisement
আরও পড়ুন: দক্ষিণে বাড়ছে পারদ, কনকনে ঠান্ডার কামড় উত্তরবঙ্গে! আবহাওয়ায় বড় আপডেট দিল IMD, পর্যটকরা চরম খুশি
ইন্দো নেপাল সীমান্তে প্রায় ১০ বিঘা জমিতে আলু চাষ করেছেন এলাকার চাষি শান্তি দাস। অভিযোগ, গভীর রাতে দুস্কৃতীর তাণ্ডব চলছে তার আলু চাষের জমিতে। আলু চাষের জমিতে সেচ নালা কেটে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। জমিতে জল ঢুকে পড়ায় ১০ বিঘা আলু চারা নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করার দাবিতে থানার অভিযোগ জানিয়েছে শান্তি দাস।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৫ লক্ষ টাকা ঋন নিয়ে আলু চাষ করেছেন। এই অবস্থায় প্রায় ১০ বিঘা আলু নষ্ট হয়ে যাওয়ার বড়সড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। বিষয়টি কৃষি দফতর ও থানার জানানো হয়েছে। গোটা ঘটনায় সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন ওই কৃষকের ছেলে। যদিও এধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে সকলের অনুমান। এই ধরনের ঘটনায় আতঙ্কিত অন্য আলু চাষিরাও। এর আগে গরু পাচারের জেরে ফসল নষ্টের ঘটনা সামনে এসছিল সীমান্তের এই এলাকায়।
