North Bengal Weather Today: দক্ষিণে বাড়ছে পারদ, কনকনে ঠান্ডার কামড় উত্তরবঙ্গে! আবহাওয়ায় বড় আপডেট দিল IMD, পর্যটকরা চরম খুশি
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
North Bengal Weather Today: এদিন উত্তরবঙ্গের কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আকাশ ছিল পরিষ্কার। ঠান্ডার মুডে উত্তরের পার্বত্য এলাকা।
সরস্বতী পুজোর আগে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করছে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এখনও রয়েছে ঠান্ডার দাপট। একইসঙ্গে রয়েছে কুয়াশা। সকালের দিকে দার্জিলিং, কালিম্পং সহ সংলগ্ন এলাকাগুলি ঘন কুয়াশার মুখ ঢেকেছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে কুয়াশা। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন শিলিগুড়িতে সকাল থেকে হালকা রোদের দেখা পাওয়া গিয়েছে। যদিও ভোরের দিকে কুয়াশা ছিল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে। অন্যদিকে দার্জিলিং মেঘ আর কুয়াশা ঘিরে রেখেছে। শৈলশহরে সাধারণ মানুষ থেকে পর্যটক, সকলেই কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছেন। দার্জিলিংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি। সমতলের জেলাগুলিতেও রয়েছে মনোরম আবহাওয়া। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)






