আজ ৮ ঘণ্টার জন্য বন্ধ আছে। লাস্ট ৮ মাস ধরে মেরামতির কাজ চলছে। PWD যেমন রিকুয়েষ্ট করেন তেমনই আমরা সিদ্ধান্ত নিয়ে সেদিন বন্ধ করি৷ মোট ১৬ টি বার আছে বিদ্যাসাগর সেতুর। এখনও পর্যন্ত ৮ টি বার প্রতিস্থাপন করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, রাস্তা মেরামতির কারণেই বন্ধ রাখা হবে গাড়ি৷ কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে,তা রাস্তায় বেরনোর আগে জানুন৷ এর আগেও রাস্তা মেরামতির জন্য বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু৷ তারপর আবারও এই রবিবার বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু৷
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধা কথা মাথায় রেখে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেবে পুলিশ। এর আগেও একাধিকবার বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ অনেকটাই বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হচ্ছে। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলবে৷ তা রাস্তায় বেরনোর আগে অবশ্যই দেখে নিন৷
