TRENDING:

East Medinipur News: খারাপের অবসান ঘটিয়ে ভালর আহ্বান! তমলুকের সরস্বতী পুজোয় চমকপ্রদ থিম, 'প্রতীক্ষা'য় মেতেছে আট থেকে আশি

Last Updated:

Saraswati Puja 2026: এই পুজোর এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। উদ্যোক্তাদের কথায়, সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার, সৈকত শীঃ ২৩ জানুয়ারি সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সারা বাংলা। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম বসন্ত পঞ্চমীর পূজা। শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাংলার প্রতিটি ঘরে দেবী বাগদেবীর আরাধনা করা হয়। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থা ও ক্লাব দেবী বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। তমলুকের প্রত্যন্ত গ্রামগুলিতে এই বাগদেবীর আরাধনায় মূল বিষয় থিম পুজো। তমলুকের প্রত্যন্ত গ্রাম মিরিকপুর স্টার বয়েজ ক্লাবের এই বছরের সরস্বতী পুজোর থিম ‘প্রতীক্ষা’। পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়।
advertisement

তমলুক থানার অন্তর্গত মিরিকপুর স্টার বয়েজ ক্লাবের সরস্বতী পুজো অন্যতম বিগ বাজেটের পুজো। প্রতিবছর এই ক্লাবের পুজোর জন্য মুখিয়ে থাকে সাধারণ মানুষ। প্রতিবছর সরস্বতী পুজোয় নানা থিমের চমকে তাক লাগায় এই পুজো কমিটি। এই ক্লাবের সরস্বতীপুজো চলতি বছর দশম বছরে পদার্পণ করেছে। এবারের সরস্বতী পুজোর মণ্ডপে থিমে তুলে ধরা হয়েছে ‘প্রতীক্ষা’। মণ্ডপের ভিতর ও বাহিরের সাজসজ্জায় ফুটে উঠেছে এর প্রতিফলন।

advertisement

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা মিটতেই ভয়াবহ ছবি! প্লাস্টিক বর্জ্যে ছয়লাপ চারপাশ, শিক্ষা নিয়ে মাঘ মেলায় নতুন পরিকল্পনা

মোবাইল সহ নানা ইলেকট্রনিক্স গ্যাজেট মানুষের চেতনাকে বদ্ধ করে রেখেছে, ফলে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেইসবের অবসান ঘটিয়ে ভালর কিছু প্রতীক্ষা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই বিষয়ে ক্লাবের সদস্য সৌমজিৎ সেন বলেন, এবারের থিম ‘প্রতীক্ষা’। এর মাধ্যমে খারাপের অবসান ও ভাল সবকিছুর আহ্বান জানানো হয়েছে।

advertisement

View More

পরিবেশ দূষণ মাথায় রেখে সুতো দিয়ে মণ্ডপের কাজ হয়েছে। শিল্পীর ভাবনায় সেজে উঠেছে গোটা প্যান্ডেল। এখানে পুজোর পাশাপাশি সমাজ সেবামূলক কাজকর্ম ও রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছিল।‌ এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতিবছর এই পুজো মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খারাপের অবসান ঘটিয়ে ভালর আহ্বান! তমলুকের সরস্বতী পুজোয় চমকপ্রদ থিম
আরও দেখুন

তমলুক থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামের এই সরস্বতী পুজো এলাকাবাসীর প্রাণের পুজো হয়ে উঠেছে। পুজোর দিন সকাল থেকে মণ্ডপ কচিকাঁচা থেকে বয়স্ক, সবার ভিড়। ‘প্রতীক্ষা’ থিমে পুজোর এই মণ্ডপ সাধারণ মানুষের মনে ধরেছে। এই পুজোর এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। উদ্যোক্তাদের কথায়, সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মাঠমুখী করতে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: খারাপের অবসান ঘটিয়ে ভালর আহ্বান! তমলুকের সরস্বতী পুজোয় চমকপ্রদ থিম, 'প্রতীক্ষা'য় মেতেছে আট থেকে আশি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল