তমলুক থানার অন্তর্গত মিরিকপুর স্টার বয়েজ ক্লাবের সরস্বতী পুজো অন্যতম বিগ বাজেটের পুজো। প্রতিবছর এই ক্লাবের পুজোর জন্য মুখিয়ে থাকে সাধারণ মানুষ। প্রতিবছর সরস্বতী পুজোয় নানা থিমের চমকে তাক লাগায় এই পুজো কমিটি। এই ক্লাবের সরস্বতীপুজো চলতি বছর দশম বছরে পদার্পণ করেছে। এবারের সরস্বতী পুজোর মণ্ডপে থিমে তুলে ধরা হয়েছে ‘প্রতীক্ষা’। মণ্ডপের ভিতর ও বাহিরের সাজসজ্জায় ফুটে উঠেছে এর প্রতিফলন।
advertisement
মোবাইল সহ নানা ইলেকট্রনিক্স গ্যাজেট মানুষের চেতনাকে বদ্ধ করে রেখেছে, ফলে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেইসবের অবসান ঘটিয়ে ভালর কিছু প্রতীক্ষা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই বিষয়ে ক্লাবের সদস্য সৌমজিৎ সেন বলেন, এবারের থিম ‘প্রতীক্ষা’। এর মাধ্যমে খারাপের অবসান ও ভাল সবকিছুর আহ্বান জানানো হয়েছে।
পরিবেশ দূষণ মাথায় রেখে সুতো দিয়ে মণ্ডপের কাজ হয়েছে। শিল্পীর ভাবনায় সেজে উঠেছে গোটা প্যান্ডেল। এখানে পুজোর পাশাপাশি সমাজ সেবামূলক কাজকর্ম ও রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতিবছর এই পুজো মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তমলুক থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামের এই সরস্বতী পুজো এলাকাবাসীর প্রাণের পুজো হয়ে উঠেছে। পুজোর দিন সকাল থেকে মণ্ডপ কচিকাঁচা থেকে বয়স্ক, সবার ভিড়। ‘প্রতীক্ষা’ থিমে পুজোর এই মণ্ডপ সাধারণ মানুষের মনে ধরেছে। এই পুজোর এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। উদ্যোক্তাদের কথায়, সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মাঠমুখী করতে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।





