আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই সরস্বতী পুজো। এই মুহূর্তে সর্বত্র চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। সরস্বতী পুজো উপলক্ষে কয়েকটা দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জজান ও তার পার্শ্ববর্তী এলাকায় ছুটে আসেন। চোখধাঁধানো মণ্ডপ ও প্রতিমার টানে হাজির হন তাঁরা।
advertisement
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জা ও প্রতিমা আছে। এছাড়াও থাকবে কৃষ্ণনগরের লেজার লাইট শো। এই বছর সমস্ত দিকেই নজর দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজোর পর থেকেই সরস্বতী পুজোর থিম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। জজান ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের ভাল কিছু উপহার দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে জজান কিশোর সংঘ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শক আসেন এখানে। সেই দিকে নজর রেখেই পুজো কমিটিগুলি প্রতিবছর নতুন ও আকর্ষণীয় থিম বেছে নেয়। দর্শকদের আনন্দ দিতে এবারও আকর্ষণীয় থিমে সেজে উঠছে ভরতপুরের জজান ও তার পার্শ্ববর্তী এলাকার মণ্ডপগুলি। তবে সবার মধ্যে আলাদা করে নজর কেড়ে নিচ্ছে ডিজনিল্যান্ড।





