TRENDING:

Saraswati Puja 2026: মুর্শিদাবাদে বসেই প্যারিসের মজা! সরস্বতী পুজোয় ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ, জেলাবাসীর জন্য বিরাট চমক

Last Updated:

Saraswati Puja 2026: সরস্বতী পুজো উপলক্ষে কয়েকটা দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই এলাকায় ছুটে আসেন। চোখধাঁধানো মণ্ডপ ও প্রতিমার টানে হাজির হন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ এবার মুর্শিদাবাদে ডিজনিল্যান্ড পার্ক! প্যারিসের বিখ্যাত ডিজনিল্যান্ডের আদলে সেজে উঠছে সরস্বতী পুজোর মণ্ডপ। আট থেকে আশি, পৃথিবী জুড়ে বহু মানুষের আকর্ষণ এই ডিজনিল্যান্ড পার্ক। ৩৬ তম বর্ষে জজান কিশোর সংঘ সেই থিমই বেছে নিয়েছে। কয়েক লক্ষ টাকা খরচে তৈরি করা হচ্ছে প্যান্ডেল। থিম পার্কের আদলে শুধু পুজো মণ্ডপ নয়, এখানে ডিজনিল্যান্ডের পরিবেশও চাক্ষুষ করতে পারবেন দর্শনার্থীরা। কয়েক মাস ধরে প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মণ্ডপ সেজে উঠছে, শেষ মুহূর্তে জোরকদমে চলছে কাজ।
advertisement

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই সরস্বতী পুজো। এই মুহূর্তে সর্বত্র চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। সরস্বতী পুজো উপলক্ষে কয়েকটা দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জজান ও তার পার্শ্ববর্তী এলাকায় ছুটে আসেন। চোখধাঁধানো মণ্ডপ ও প্রতিমার টানে হাজির হন তাঁরা।

আরও পড়ুনঃ নবদ্বীপ ধাম স্টেশন চত্বরে ধুন্ধুমার! রেল পুলিশের বিরুদ্ধে গালিগালাজ-মারধরের অভিযোগ, বিক্ষোভ টোটো চালক-ব্যবসায়ীদের

advertisement

পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জা ও প্রতিমা আছে। এছাড়াও থাকবে কৃষ্ণনগরের লেজার লাইট শো। এই বছর সমস্ত দিকেই নজর দেওয়া হয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদ ঘুরতে গেলে লিস্টে রাখুন সোনারুন্দি রাজবাড়ি, দীঘি ভরা মাছ পাগল করে দেবে আপনাকে
আরও দেখুন

দুর্গাপুজোর পর থেকেই সরস্বতী পুজোর থিম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। জজান ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের ভাল কিছু উপহার দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে জজান কিশোর সংঘ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শক আসেন এখানে। সেই দিকে নজর রেখেই পুজো কমিটিগুলি প্রতিবছর নতুন ও আকর্ষণীয় থিম বেছে নেয়। দর্শকদের আনন্দ দিতে এবারও আকর্ষণীয় থিমে সেজে উঠছে ভরতপুরের জজান ও তার পার্শ্ববর্তী এলাকার মণ্ডপগুলি। তবে সবার মধ্যে আলাদা করে নজর কেড়ে নিচ্ছে ডিজনিল্যান্ড।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: মুর্শিদাবাদে বসেই প্যারিসের মজা! সরস্বতী পুজোয় ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ, জেলাবাসীর জন্য বিরাট চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল