কাটোয়া শহরের কাশীগঞ্জ পাড়া এলাকার সংযোগ সংঘের উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ সরস্বতী প্রতিমা। এখানে টিম ইন্ডিয়ার নীল জার্সি পরিহিত বাগদেবীকে দেখা যাচ্ছে। তাঁর বাহন হাঁসের পিঠে চেপে রয়েছেন তিনি, তবে একেবারেই ভিন্ন রূপে, একজন মহিলা ক্রিকেটারের বেশে। দেবীর এক হাতে রয়েছে ক্রিকেট ব্যাট, অন্য হাতে বিশ্বকাপ ট্রফি। শিল্পীসত্তা ও ভাবনার মেলবন্ধনে এই প্রতিমা ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
advertisement
পুজো উদ্যোক্তাদের দাবি, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানাতেই এই ভাবনার জন্ম। পাশাপাশি সমাজে মহিলাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও বার্তা পৌঁছে দিতেই বাগদেবীকে মহিলা ক্রিকেটারের রূপে তুলে ধরা হয়েছে। তাঁদের মতে, জ্ঞান, সংস্কৃতি ও শক্তির প্রতীক মা সরস্বতীর এই রূপ নারীশক্তিরই প্রতিফলন।
পুজো উদ্যোক্তাদের তরফে অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, “এটা আমাদের একেবারে নতুন ভাবনা। মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে এই উপস্থাপনা।” অন্যদিকে, কাটোয়া শহরের প্রান্তিক পাড়ার অগ্রণী সংঘও এই বছর কিউট সরস্বতী প্রতিমা নিয়ে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তুলনামূলকভাবে বড় আকারের কিউট সরস্বতী প্রতিমা নিয়ে পুজো মণ্ডপ সাজিয়েছেন উদ্যোক্তারা। এখানেও আধুনিক ভাবনা ও সাবেকি আবেগের সুন্দর মেলবন্ধন চোখে পড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তাদের তরফে আকাশ সেনগুপ্ত জানিয়েছেন, “এখন আমাদের সবাই জেন জি জেনারেশনের মধ্যে এআই দিয়ে প্রতিমা বানানোর একটা ইচ্ছা ছিল। সেই মতো মৃৎশিল্পীর সঙ্গে আলোচনা করেই আমাদের এই উপস্থাপনা। সকলেরই এই মূর্তি বেশ ভাল লেগেছে।” সব মিলিয়ে, এই বছর সরস্বতী পুজোয় কোনও অংশেই পিছিয়ে নেই কাটোয়া শহর। ঐতিহ্যের সঙ্গে আধুনিক চিন্তাধারা, প্রযুক্তির ছোঁয়া ও সামাজিক বার্তাকে একসূত্রে গেঁথে কাটোয়ায় দেখা গেল এআই কিউট সরস্বতী প্রতিমারও ঝলক। নতুন ভাবনা, নতুন শিল্পরূপ ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে এবছর কাটোয়ার সরস্বতী পুজো যেন হয়ে উঠেছে আরও বর্ণময় ও তাৎপর্যপূর্ণ।





