TRENDING:

Ruti Tadka: হালকা শীতের রাতে গাড়ি দাঁড় করিয়ে এই দোকানের রুটি-তড়কা খান! লা জাবাব, হাত চাটতে থাকবেন

Last Updated:

Murshidabad News: শীতের বিদায় লগ্নে আপনি যখন মুর্শিদাবাদ আসবেন বা উত্তরবঙ্গ রওনা দেবেন তখন একবার এই বাটার তরকা থেকে চিকেন তড়কা সঙ্গে রুটি খেলেই আপনার পেট ও মন ভরে যাবে। যা আকর্ষণ করে ভোজন রসিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে অনেকেই কেউ যান উত্তরবঙ্গে আর কেউ রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। এই ১২ নম্বর জাতীয় সড়কের ওপরেই পলসন্ডাতে আছে এক বিখ্যাত ধাবা, যেখানে খাবার পাওয়া যায় তড়কা ও রুটি। শীতের রাতে তড়কা ও রুটি খেতে ভিড় জমান মালদা থেকে বীরভূম বিভিন্ন জেলার সাধারণ মানুষ। শুধু তড়কা মেলে বাটার দেওয়া, অথবা চিকেন দেওয়া। আর তা খেতেই ভিড় করেন ভোজন রসিকরা।
advertisement

জানা গিয়েছে, এই ধাবা মুলত পাঞ্জাবিদের হাতে তৈরি। শীতের বিদায় লগ্নে আপনি যখন মুর্শিদাবাদ আসবেন বা উত্তরবঙ্গ রওনা দেবেন তখন একবার এই বাটার তরকা থেকে চিকেন তড়কা সঙ্গে রুটি খেলেই আপনার পেট ও মন ভরে যাবে। যা আকর্ষণ করে ভোজন রসিকদের।

আরও পড়ুনVariety Singara: চপ নয়, বাঙালির শিঙাড়া, চিকেন-পনির-এগ আরও কত কী! দুই বন্ধুর উদ্যোগে ‘সামোসা স্টোরি’ একবার ঘুরে আসবেন নাকি!

advertisement

তড়কা উত্তর ভারতের খাবার হলেও আমরা অর্থাৎ বাঙালিদের রান্নাঘরে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই পদ। কিছু নেই তো রুটি-তড়কা বানিয়ে ফেল। আবার ডিম তড়কা বা মাটন কিমা তড়কা পেলে আঙুল চেটে খায় বাঙালি। পাঞ্জাবি রেস্তোরাঁতে গেলে স্পেশ্যাল পদের পাশাপাশি তড়কা আলাদা অর্ডার করা হয়।

View More

জানা গিয়েছে, ডাল ভারতীয়দের সেরা খাবার, আমিষ বা নিরামিষ সকলেই পছন্দ করেন। আসলে ডালের সঙ্গে ভারতীয়দের একটি বিশেষ সংযোগ রয়েছে। মুগ, মসুর, ছোলা, বিউলি সব ডালই সেরা। কিন্তু জানেন কি রাতে রুটির সঙ্গে যে তড়কা ডালটি উপভোগ করি তা ৩০৩ খ্রিস্টপূর্বাব্দে প্রথম পরিবেশন করা হয়েছিল। তাও আবার একটি বিয়েতে। এখানেই শেষ নয় এই ডালের সঙ্গে লুকিয়ে রয়েছে আরও সব মজাদার তথ্য, জানলে অবাক হবেন আপনিও। আর সেই থেকেই তড়কার প্রচলন এই বঙ্গে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত নবগ্রামের পলসন্ডা আজও বিখ্যাত তড়কা খাওয়ার জন্য ।লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকেন খাবার অপেক্ষায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধূপগুড়ি হাসপাতালে ইতিহাসের সূচনা! চালু হল সিজারিয়ান পরিষেবা,খুশির হাওয়া চা বাগান-বনবস্তিতে
আরও দেখুন

তন্ময় মণ্ডল

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ruti Tadka: হালকা শীতের রাতে গাড়ি দাঁড় করিয়ে এই দোকানের রুটি-তড়কা খান! লা জাবাব, হাত চাটতে থাকবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল