পর্যটকদের পছন্দের পুরুলিয়াকে আরও বেশি অতিথিবৎসল করে তুলতে এই যাত্রী ও পর্যটক সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। এখানে রয়েছে একটি সুসজ্জিত কিয়স্ক। এখান থেকে সাধারণ রেলযাত্রী, পর্যটক ও পুরুলিয়ার নাগরিকদের বহুমুখী সহায়তা প্রদান করা হবে। থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, পুলিশি সহায়তা, ২৪ ঘন্টা হেল্পলাইন পরিষেবা। এছাড়াও পুরুলিয়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের মানচিত্র থাকবে এই কিয়স্ক-এ। এতে পুরুলিয়ার পর্যটন আরও সমৃদ্ধ হবে।
advertisement
আরও পড়ুন: দেখতে সেই…! কিউট-মর্ডান সরস্বতী বানিয়ে নজির নদিয়ার শিল্পীর, প্রতিমা যাবে ভিন জেলায়
এ বিষয়ে কার্যনির্বাহী আধিকারিক তাপস কুমার মণ্ডল বলেন, জেলায় আসা পর্যটক এবং সাধারণ মানুষের প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাই মূল লক্ষ্য তাদের। পর্যটকেরা পুরুলিয়ায় আসার পর কোথায় যাবেন, কী কী দেখবেন তা নিয়ে চিন্তায় থাকেন। এবার থেকে জেলার দর্শনীয় স্থানগুলি সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে এখান থেকে। এতে তাদের অনেকটাই সুবিধা হবে। রাত্রিকালীন সময়ে পর্যটকেরা এলে তারাও সমস্ত দিক থেকে সহযোগিতা পাবেন। বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে সহযোগিতা মিলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে এই যাত্রী ও পর্যটক সেবা কেন্দ্র ওয়ান স্টপ সলিউশন হিসাবে কাজ করবে। এটি ভবিষ্যতে শহরের নাগরিক পরিষেবায় একটি মডেল বা বেঞ্জমার্ক হয়ে উঠবে। জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যাত্রী ও পর্যটক সেবা কেন্দ্র।





