Saraswati Idol: দেখতে সেই...! কিউট-মর্ডান সরস্বতী বানিয়ে নজির নদিয়ার শিল্পীর, প্রতিমা যাবে ভিন জেলায়

Last Updated:
Nadia Saraswati Idol: কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুল ও প্রতিমা তৈরির জন্য বহুদিন ধরেই বিখ্যাত। সামনেই সরস্বতী পুজো। তার আগেই জোর কদমে চলছে কৃষ্ণনগরের পুতুল পট্টি ঘূর্ণিতে সরস্বতী প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কাজ।
1/6
কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুল ও প্রতিমা তৈরির জন্য বহুদিন ধরেই বিখ্যাত। সামনেই সরস্বতী পুজো। তার আগেই জোর কদমে চলছে কৃষ্ণনগরের পুতুল পট্টি ঘূর্ণিতে সরস্বতী প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কাজ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুল ও প্রতিমা তৈরির জন্য বহুদিন ধরেই বিখ্যাত। সামনেই সরস্বতী পুজো। তার আগেই জোর কদমে চলছে কৃষ্ণনগরের পুতুল পট্টি ঘূর্ণিতে সরস্বতী প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কাজ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
ব্যস্ত সময় পার করছেন একের পর এক স্বনামধন্য মৃৎশিল্পী ও তাঁদের কর্মচারীরা। কৃষ্ণনগরের অন্যতম পরিচিত মৃৎশিল্পী শঙ্কর পাল দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী-সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরিতে সিদ্ধহস্ত।
ব্যস্ত সময় পার করছেন একের পর এক স্বনামধন্য মৃৎশিল্পী ও তাঁদের কর্মচারীরা। কৃষ্ণনগরের অন্যতম পরিচিত মৃৎশিল্পী শঙ্কর পাল দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী-সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরিতে সিদ্ধহস্ত।
advertisement
3/6
তাঁর তৈরি প্রতিমা শুধু জেলা নয়, ভিন রাজ্য এমনকি ভিন দেশেও পাঠানো হয়। এ বছর তাঁর কারখানায় তৈরি হচ্ছে দু'টি সরস্বতী প্রতিমা, যা চিরাচরিত রীতির থেকে কিছুটা আলাদা ধরনের।
তাঁর তৈরি প্রতিমা শুধু জেলা নয়, ভিন রাজ্য এমনকি ভিন দেশেও পাঠানো হয়। এ বছর তাঁর কারখানায় তৈরি হচ্ছে দু'টি সরস্বতী প্রতিমা, যা চিরাচরিত রীতির থেকে কিছুটা আলাদা ধরনের।
advertisement
4/6
এই দু'টি প্রতিমার মধ্যে একটি যাবে কৃষ্ণনগরের রাধানগরে। ওই প্রতিমাটির মুখাবয়ব অনেকটা পুতুলের মতো করে গড়া হয়েছে। অন্যটি পাঠানো হবে হুগলির রিষড়াতে, যা গড়নের দিক থেকে আরও ভিন্ন রকমের।
এই দু'টি প্রতিমার মধ্যে একটি যাবে কৃষ্ণনগরের রাধানগরে। ওই প্রতিমাটির মুখাবয়ব অনেকটা পুতুলের মতো করে গড়া হয়েছে। অন্যটি পাঠানো হবে হুগলির রিষড়াতে, যা গড়নের দিক থেকে আরও ভিন্ন রকমের।
advertisement
5/6
দুটি প্রতিমাই প্রচলিত সরস্বতী মূর্তির আদলে তৈরি নয়, বরং আধুনিক ভাবনা ও নতুন নকশার ছোঁয়া রয়েছে তাতে। ইতিমধ্যেই কারখানায় প্রতিমাগুলিতে রঙের কাজ প্রায় শেষ। দু-এক দিনের মধ্যেই সেগুলি যথাযথ গন্তব্যে পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পী শঙ্কর পাল।
দুটি প্রতিমাই প্রচলিত সরস্বতী মূর্তির আদলে তৈরি নয়, বরং আধুনিক ভাবনা ও নতুন নকশার ছোঁয়া রয়েছে তাতে। ইতিমধ্যেই কারখানায় প্রতিমাগুলিতে রঙের কাজ প্রায় শেষ। দু-এক দিনের মধ্যেই সেগুলি যথাযথ গন্তব্যে পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পী শঙ্কর পাল।
advertisement
6/6
উল্লেখযোগ্যভাবে বলা যায়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে প্রচলিত সরস্বতী মূর্তি থেকে সরে এসে ভিন্ন ধরনের, আধুনিক ভাবনায় তৈরি প্রতিমার দিকেই ঝুঁকছেন। কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীরা সেই বদলানো রুচির সঙ্গে তাল মিলিয়েই তাঁদের শিল্পকর্মে নতুনত্ব আনছেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
উল্লেখযোগ্যভাবে বলা যায়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে প্রচলিত সরস্বতী মূর্তি থেকে সরে এসে ভিন্ন ধরনের, আধুনিক ভাবনায় তৈরি প্রতিমার দিকেই ঝুঁকছেন। কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীরা সেই বদলানো রুচির সঙ্গে তাল মিলিয়েই তাঁদের শিল্পকর্মে নতুনত্ব আনছেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement