TRENDING:

Purulia News: তুলির একটানেই ম্যাজিক! যা কিছু দেখেন অবিকল রূপে পায় ক্যানভাসে, পুরুলিয়ার এমএ পাশ তরুণীর চিত্রকলায় অনন্য প্রতিভা, দেখুন

Last Updated:

Purulia News: পুরুলিয়ার এমএ পাশ করা তরুণী অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর অসাধারণ চিত্রকলার দক্ষতায় আজ সকলকে মুগ্ধ করেছেন। চোখের সামনে তিনি যা কিছু দেখেন তা অবিকল রূপে কাগজ বা ক্যানভাসে তুলে ধরতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার এমএ পাশ করা তরুণী অর্পিতা তাঁর অসাধারণ চিত্রকলার দক্ষতায় আজ সকলকে মুগ্ধ করেছেন। মানুষের মুখাবয়ব থেকে শুরু করে প্রকৃতির বিচিত্র রূপ, গাছপালা, পাহাড়, নদী কিংবা দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, সবই তিনি মুহূর্তের মধ্যেই নিখুঁতভাবে এঁকে তুলতে পারেন। তাঁর তুলির প্রতিটি আঁচড়ে ফুটে ওঠে বাস্তবতার স্পর্শ ও সৃজনশীলতার অনন্য মেলবন্ধন, যা দর্শকের মনে গভীর ছাপ ফেলে।
advertisement

পুরুলিয়ার লুধুড়কার মেয়ে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দক্ষতা হল, চোখের সামনে যা কিছু দেখেন তা অবিকল রূপে কাগজ বা ক্যানভাসে তুলে ধরতে পারা। যে কোন দৃশ্য বা বস্তু তাঁর দৃষ্টিতে এলেই তা যেন প্রাণ ফিরে পায় রঙ তুলিতে। এই অসাধারণ প্রতিভার জন্যই আজ অর্পিতা এলাকায় এক পরিচিত মুখ।

আরও পড়ুনঃ জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা

advertisement

বর্তমানে অর্পিতা এলাকার কচিকাঁচা ছেলেমেয়েদের চিত্রকলার প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের মধ্যে শিল্পচর্চার আগ্রহ তৈরি করছেন। আগামী দিনে নিজের একটি অঙ্কন স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। যেখানে নতুন প্রজন্মের শিল্পীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে শিল্পের পথে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

নিজের শৈল্পিক যাত্রা সম্পর্কে অর্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছোটবেলা থেকেই ছবি আঁকা আমার নেশা। চিত্রকলা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।” অন্যদিকে অর্পিতার মা সুজাতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়ের এই প্রতিভার জন্য আমরা ভীষণ গর্বিত। আগামী দিনে ও একটি অঙ্কন স্কুল খুলতে চাইছে, এই স্বপ্ন পূরণে আমরা সবসময় ওর পাশে আছি।”

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের জঞ্জাল থেকেই উপচে পড়বে টাকা, ৬ মাসে 'সোনার খনি' হয়ে উঠবে সাগরতটের বর্জ্য
আরও দেখুন

অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিভা ও স্বপ্ন আগামী দিনে পুরুলিয়ার শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই আশা করছেন শিল্পপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: তুলির একটানেই ম্যাজিক! যা কিছু দেখেন অবিকল রূপে পায় ক্যানভাসে, পুরুলিয়ার এমএ পাশ তরুণীর চিত্রকলায় অনন্য প্রতিভা, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল