পুরুলিয়ার লুধুড়কার মেয়ে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দক্ষতা হল, চোখের সামনে যা কিছু দেখেন তা অবিকল রূপে কাগজ বা ক্যানভাসে তুলে ধরতে পারা। যে কোন দৃশ্য বা বস্তু তাঁর দৃষ্টিতে এলেই তা যেন প্রাণ ফিরে পায় রঙ তুলিতে। এই অসাধারণ প্রতিভার জন্যই আজ অর্পিতা এলাকায় এক পরিচিত মুখ।
আরও পড়ুনঃ জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা
advertisement
বর্তমানে অর্পিতা এলাকার কচিকাঁচা ছেলেমেয়েদের চিত্রকলার প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের মধ্যে শিল্পচর্চার আগ্রহ তৈরি করছেন। আগামী দিনে নিজের একটি অঙ্কন স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। যেখানে নতুন প্রজন্মের শিল্পীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে শিল্পের পথে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের শৈল্পিক যাত্রা সম্পর্কে অর্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছোটবেলা থেকেই ছবি আঁকা আমার নেশা। চিত্রকলা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।” অন্যদিকে অর্পিতার মা সুজাতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়ের এই প্রতিভার জন্য আমরা ভীষণ গর্বিত। আগামী দিনে ও একটি অঙ্কন স্কুল খুলতে চাইছে, এই স্বপ্ন পূরণে আমরা সবসময় ওর পাশে আছি।”
অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিভা ও স্বপ্ন আগামী দিনে পুরুলিয়ার শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই আশা করছেন শিল্পপ্রেমীরা।





