পেশায় দলিল লেখক মহেশ্বরবাবুর অফিস পুরুলিয়া শহরে। নথিপত্র আর আইনি কাগজের ভিড়ে তাঁর টেবিলের সবচেয়ে উজ্জ্বল বস্তুটি হল ১৫ বছরের পুরনো একটি রেডিও। গান শোনা হোক কিংবা গুরুত্বপূর্ণ খবর- সবটাই তিনি রেডিওতেই শোনেন। হাজারও কর্মব্যস্ততার মাঝে তাঁর রিফ্রেশমেন্ট এই রেডিও।
আরও পড়ুনঃ মানবিকতা একেই বলে! ধূপগুড়ির একদল যুবকের অনুপ্রাণিত করার মতো কাজ, সবটা জানলে কুর্নিশ জানাবেন
advertisement
এই বিষয়ে মহেশ্বরবাবু বলেন, ডিজিটাল যুগে চাকচিক্যের ভিড়ে পুরনো ঐতিহ্য মানুষ প্রায় প্রায় ভুলতেই বসেছে। এই রেডিওতে তিনি যে আনন্দ পান তা অন্য কোনও ডিভাইসে পান না। পরবর্তী প্রজন্ম যাতে রেডিও কী জিনিস সেটা ভুলে না যায়, সেই কারণেই সযত্নে নিজের রেডিওকে সামলে রেখেছেন তিনি। আগামী দিনেও এই ভাবেই নিজের রেডিওকে আগলে রাখবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরম যত্নে বিগত ১৫ বছর ধরে এই রেডিও আগলে রেখেছেন মহেশ্বরবাবু। আজও নতুনের মতোই চকচকে তাঁর রেডিও। মহেশ্বরবাবুর এই নেশার কথা এখন সর্বত্র ছড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর এই রেডিও-প্রেম এখন শহর জুড়ে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।





