TRENDING:

BDO Office: সরকারি দফতরে উলটপুরাণ, বিডিও'র অফিসে ঢুকতে লাগে না অনুমতি! 'এই' সাইনবোর্ড দেখে খুশিতে গদগদ মানুষ

Last Updated:

Purulia BDO Office: পুরুলিয়ার এই বিডিও অফিসে প্রবেশ করতে গেলে লাগবে না অনুমতি, বিডিওর উদ্যোগে আপ্লুত সাধারণ মানুষ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বান্দোয়ান, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সাধারণ নাগরিককে সরকারি দফতরে কোনও আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে নিতে হয় অনুমতি। এরপর সময় এলে ডাক পড়ে তার। ‌তবে এই চেনা নিয়ম ভেঙে একেবারেই ব্যতিক্রমি চিত্র দেখা গেল পুরুলিয়ার বান্দোয়ানে। পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের প্রবেশদ্বারে এক অভিনব নোটিশ বোর্ড লাগানো।
advertisement

সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে “অফিসে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন নেই, এই অফিস আপনাদের।” বিডিও অফিসে এই নোটিস বোর্ড দেখে অনেকেই অবাক হয়ে যান। যদিও এর পেছনে রয়েছে এক অভিনব উদ্যোগ। এ বিষয়ে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক  রুদ্রশিষ ব্যানার্জি বলেন, পুরুলিয়ার প্রত্যন্ত একটি এলাকা বান্দোয়ান। মানুষের মনে এখনও সরকারি দফতরে যেতে গেলে ভয় ভীতি কাজ করে।

advertisement

আরও পড়ুন: দক্ষিণে বাড়ছে পারদ, কনকনে ঠান্ডার কামড় উত্তরবঙ্গে! আবহাওয়ায় বড় আপডেট দিল IMD, পর্যটকরা চরম খুশি

তাই সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব মেটাতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এ বিষয়ে বিডিও অফিসে আসা বিশ্বজিৎ কর্মকার ও কুনাল চন্দ্র মাহাতো বলেন, বিডিও অফিসে আসলে তাদের যে-কোনও সমস্যার সমাধান মেলে। খুব ভাল পরিষেবা পান তারা। ‌ বিডিও সাহেব তাদের সঙ্গে খোলামেলা ভাবেই মেশেন। ‌ তাই তাদের কোনও দ্বিধাবোধ হয় না এখানে আসতে।‌

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাউল প্রেমে ভ্যালিডি ও স্যামুয়েল হয়েছেন যমুনা ও নবনীত! অশোকনগর দেখল এক অন্য ছবি
আরও দেখুন

সরকারি দফতরের আধিকারিক মানেই সাধারণ মানুষের মনে বেশ কিছু ধারণা থাকে। তাইতো গ্রামাঞ্চলের সরল সাদাসিধে মানুষগুলি সরকারি দফতরে যেতে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। সরকারি দফতরের চেনা সেই ছক ভেঙে সাধারণ মানুষের মনের কাছে পৌঁছাতে অভিনব উদ্যোগ নিয়েছেন বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তার এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BDO Office: সরকারি দফতরে উলটপুরাণ, বিডিও'র অফিসে ঢুকতে লাগে না অনুমতি! 'এই' সাইনবোর্ড দেখে খুশিতে গদগদ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল