সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে “অফিসে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন নেই, এই অফিস আপনাদের।” বিডিও অফিসে এই নোটিস বোর্ড দেখে অনেকেই অবাক হয়ে যান। যদিও এর পেছনে রয়েছে এক অভিনব উদ্যোগ। এ বিষয়ে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্রশিষ ব্যানার্জি বলেন, পুরুলিয়ার প্রত্যন্ত একটি এলাকা বান্দোয়ান। মানুষের মনে এখনও সরকারি দফতরে যেতে গেলে ভয় ভীতি কাজ করে।
advertisement
আরও পড়ুন: দক্ষিণে বাড়ছে পারদ, কনকনে ঠান্ডার কামড় উত্তরবঙ্গে! আবহাওয়ায় বড় আপডেট দিল IMD, পর্যটকরা চরম খুশি
তাই সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব মেটাতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এ বিষয়ে বিডিও অফিসে আসা বিশ্বজিৎ কর্মকার ও কুনাল চন্দ্র মাহাতো বলেন, বিডিও অফিসে আসলে তাদের যে-কোনও সমস্যার সমাধান মেলে। খুব ভাল পরিষেবা পান তারা। বিডিও সাহেব তাদের সঙ্গে খোলামেলা ভাবেই মেশেন। তাই তাদের কোনও দ্বিধাবোধ হয় না এখানে আসতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি দফতরের আধিকারিক মানেই সাধারণ মানুষের মনে বেশ কিছু ধারণা থাকে। তাইতো গ্রামাঞ্চলের সরল সাদাসিধে মানুষগুলি সরকারি দফতরে যেতে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। সরকারি দফতরের চেনা সেই ছক ভেঙে সাধারণ মানুষের মনের কাছে পৌঁছাতে অভিনব উদ্যোগ নিয়েছেন বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তার এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।





