TRENDING:

Yoga Champion: রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য! পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল খুদে অম্বিকা, ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

Purulia Yoga Champion: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত ৪১'তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার খুদে ছাত্রীর নজরকাড়া সাফল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ৪১’তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার খুদে ছাত্রীর নজরকাড়া সাফল্য। আদ্রা নিগম নগর জুনিয়র বেসিক স্কুলের প্রতিভাবান খুদে ছাত্রী অম্বিকা সূত্রধর যোগা ‘খ’ বিভাগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
advertisement

উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত হওয়া এই রাজ্য স্তরের প্রতিযোগিতায় মাত্র সাত বছর বয়সেই এমন কৃতিত্ব অর্জন করায় অম্বিকার সাফল্যে আনন্দ ও গর্বে ভরে উঠেছে তার বিদ্যালয়, পরিবার এবং গোটা এলাকা। অম্বিকার এই সাফল্য শুধু তার পরিবার নয়, গর্বিত করেছে তার জন্মভূমি আড়রা গ্রামকেও।

আরও পড়ুনঃ পালং পাটিসাপটা, ফুলকপির পায়েস খেয়েছেন কখনও! নতুন স্বাদের পিঠে মিলছে পিঠেপুলি উৎসবে, খেতে হলে আসতেই হবে, এমন টেস্ট ভোলার নয়

advertisement

দ্বিতীয় শ্রেণির খুদে ছাত্রী অম্বিকা জানায়, এই সাফল্য অর্জন করতে পেরে সে খুবই আনন্দিত। সে জানায়, গত দু’বছর ধরে নিয়মিত যোগার প্রশিক্ষণ নিচ্ছে এবং ভবিষ্যতে যোগার মাধ্যমেই আরও বড় সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কার্তিক মাসে বর্ষার জল সরে যেতেই...! ৬ মাস চলে 'অন্য' লড়াই, বাঘুই নদীর চরে এক ফসলেই টিকে
আরও দেখুন

অম্বিকার বাবা চন্দন সূত্রধর মেয়ের এই কৃতিত্বে গর্ব প্রকাশ করে বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। একজন বাবা হিসেবে ভীষণ গর্ব অনুভব করছি।” তিনি আরও জানান, ছোটবেলায় তাঁর নিজেরও যোগার প্রতি গভীর আগ্রহ ছিল, তবে নানা কারণে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। আজ মেয়ের সাফল্যের মধ্য দিয়ে তিনি যেন নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ হতে দেখছেন। খুদে অম্বিকার এই সাফল্য আগামী দিনে আরও অনেক শিশুকে যোগা ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে বলেই মনে করছেন এলাকাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Yoga Champion: রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য! পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল খুদে অম্বিকা, ধন্য ধন্য করছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল