প্রথমে মূর্তির মিশ্রণ তৈরি করতে হচ্ছে। তারপর সেগুলিকে ছাঁচে ফেলে বেঁধে রাখা হচ্ছে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর এই মূর্তিগুলিকে খোলা হচ্ছে। এরপর ফিনিশিং এর কাজ হচ্ছে। তারপর রংয়ের কাজ। ছোট থেকে বড় সকলেই এই মূর্তি দেখে দাঁড়িয়ে পড়ছেন শিল্পীদের দোকানে। পুরুলিয়া শহরের রাচি রোড সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছেই এই মূর্তির দোকান নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুনঃ রাতে ডিউটিতে গিয়ে সব শেষ! জাতীয় সড়কে পুলিশ ভ্যানে সজোরে বাসের ধাক্কা, বাঁচানো গেল না হোমগার্ডকে
এখানে মূর্তি শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। রয়েছে প্রায় ৮০০ টাকা পর্যন্ত মূর্তি। এই মূর্তিগুলি তৈরি করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এগুলিকে বিক্রি করছেন শিল্পীরা। শুধু পুরুলিয়াতেই নয় তারা রাজ্যের বিভিন্ন জেলাতেই কিছুদিন করে গিয়ে থাকেন এবং মূর্তি তৈরি করে সেগুলিকে বিক্রি করেন। এইভাবেই বংশ-পরম্পরায় তারা মূর্তি তৈরি করে আসছেন।
এ বিষয়ে এক মূর্তি শিল্পী সাঙ্গলাল রাঠোর বলেন, ছোটবেলা থেকেই তিনি মূর্তি তৈরির কাজ করছেন। বংশ পরম্পরায় তাদের এই কাজ হয়ে আসছে। এখন তারা পুরুলিয়াতে এসেছেন। এখানে বেশ কিছুদিন তারা থাকবেন। এরপর এখান থেকে আবার অন্য জেলায় চলে যাবেন। তাদের তৈরির মূর্তির যথেষ্ট চাহিদা রয়েছে। সকলেই প্রশংসা করছে তাদের। আগামী প্রজন্মের ছেলে-মেয়েদেরও তারা এই মূর্তি তৈরির কাজ শেখাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহু আগ্রহী মানুষজন ভিড় করছেন তাদের দোকানে। এই শিল্পীরা স্বপরিবারে পুরুলিয়ায় এসেছেন। তাদের হাতের জাদু রীতিমতো নজর কাড়ছে জেলার মানুষদের।





