এ-বছরের আকর্ষণ রয়েছে কাশ্মীরি স্যাফরন টি, জিআই ট্যাগ প্রাপ্ত জয়নগরের মোওয়া, নবদ্বীপের রকমারি পিঠেপুলি, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, লিচু ও করঞ্জ ফুলের মধু, রায়গঞ্জের বিখ্যাত তুলাই পাঞ্জি চাল, কোচবিহারে শীতল পাটি, জলপাইগুড়ি থেকে আস বেতের সামগ্রী, সহ নানান জিনিস। প্রায় আড়াই কোটি লক্ষ্য মাত্রা নিয়ে এ- বছরের জেলা খাদি মেলা চলছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে পুরুলিয়া জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক পাপু মুখার্জি বলেন, বিগত বছরের তুলনায় এ-বছর স্টলের সংখ্যা বেড়েছে। মানুষের সাড়াও খুব ভাল পাচ্ছেন তারা। গত বছর প্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল খাদি মেলা থেকে। তাই এ বছর আড়াই কোটির লক্ষ্যমাত্রা নিয়ে তিনি এগোচ্ছেন।
এ বিষয়ে এই মেলায় আসা বিক্রেতা নির্মল বিশ্বাস ও শান্তনু বাবু বলেন, এই মেলায় তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। বহু মানুষ ভিড় করছেন তাদের দোকানে। তাদের খুবই ভাল লাগছে পুরুলিয়া এসে। মেলায় আসা এক ক্রেতা গোপাল চন্দ্র মজুমদার বলেন, এই মেলায় এসে তিনি খুবই এনজয় করছেন। অনেক নতুন জিনিস রয়েছে মেলায়। পুরুলিয়াতে বসে সেই সমস্ত কিছু স্বাদ গ্রহণ করতে পেরে ভীষণই ভাল লাগছে তার।
প্রায় দশ দিনব্যাপী জেলা খাদি মেলা জেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শুধু পুরুলিয়া নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও বহু মানুষ ভিড় করছেন এই মেলায়। শীতের সন্ধ্যায় জমে উঠেছে পুরুলিয়া জেলার দ্বিতীয় বর্ষের খাদি মেলা।





