পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাত রনি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের সদস্যদের সে জানিয়েছিল বন্ধুদের সঙ্গে গোপালনগর থানার নেরাপুকুর এলাকায় পিকনিক করতে যাচ্ছে। বিকেল পাঁচটা নাগাদ পরিবারের সদস্যদের কাছে খবর আসে রনি জলে ডুবে গিয়েছে।
তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জানতে পারে জলে ডুবে রনির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কি কারনে কিভাবে জলের পরল রনি তা তারা বুঝে উঠতে পারছেন না। গোপালনগর থানায় তারা অভিযোগ দায়ের করবেন। পুলিশ তদন্ত করে দেখুক কিভাবে রনির মৃত্যু হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ১০-১৫ জন মিলে ওই এলাকায় পিকনিকে গিয়েছিল। বিকেল নাগাদ রনি পুকুরে থালা-বাসন ধুতে গিয়ে কোনও ভাবে পড়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
