TRENDING:

Nadia News: কৃষ্ণনগর-করিমপুর রুটে দু'টি বাসের ভয়ঙ্কর রেষারেষি! মৃত এক, আহত প্রায় ৩০

Last Updated:

রেষারেষির সময়ে বিবেকানন্দ বাসটি চলন্তিকা বাসটিকে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা যাত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করিমপুর, নদিয়া: দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনায় মৃত এক আহত প্রায় ৩০। আরও প্রায় ৩০ জন বাস যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আট জনের আঘাত গুরুতর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঠালিয়ায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।
উল্টে পড়ে রয়েছে বাস
উল্টে পড়ে রয়েছে বাস
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে চলন্তিকা ও বিবেকানন্দ নামের দুটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে একই সময়ে যাচ্ছিল। রেষারেষির সময়ে বিবেকানন্দ বাসটি চলন্তিকা বাসটিকে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলাযাত্রীর। প্রায় ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও করিমপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে বাস উল্টে থাকার কারণে বেশ কিছুক্ষণ রাস্তায় যানবাহনের যানজট তৈরি হয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্ক দেখলেই ভয়! মাধ্যমিকের আগেই সেরা টিপস্ দিলেন শিক্ষক, মনে রাখলেই ১০০ তে ১০০
আরও দেখুন

কৃষ্ণনগর করিমপুর এই রুটে প্রধান যাতায়াতের মাধ্যম হল বাস। সরু রাজ্য সড়কের উপর দিয়ে বেপরোয়া ভাবে বাসগুলি চলার অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি কৃষ্ণনগর করিমপুর রেলপথের। রেল পরিষেবা করিমপুর পর্যন্ত চালু হলে নিত্যযাত্রীদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি দুর্ঘটনার হারও অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। আজ বেপরোয়াভাবে দুটি বাসের রেষারেষির কারণে মর্মান্তিক পরিণতি হল এক মহিলার। আর সেই কারণেই কৃষ্ণনগর করিমপুর রেল পথের দাবী আরও জোরালো হয়ে উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: কৃষ্ণনগর-করিমপুর রুটে দু'টি বাসের ভয়ঙ্কর রেষারেষি! মৃত এক, আহত প্রায় ৩০
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল