অভিযোগ, চাল বাজারে তিনটি চাল বোঝাই গাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। একইসঙ্গে একটি বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ চেহারা নেয়।
জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হলেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান হাবরাবাসী। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনার তদন্তে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এত জনবহুল এলাকায় মাঝরাতে কে বা কারা এই আগুন লাগাল, সেই নিয়ে ধোঁয়াশায় ব্যবসায়ী মহল।
advertisement
চাল ব্যবসায়ীদের একাংশের দাবি, পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
