জানা গিয়েছে, দুষ্কৃতীরা গোটা বাড়িটি কার্যত তছনছ করে দিয়েছে। পাশাপাশি ওই বাড়ি থেকে বহু মূল্যের সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা। এই বিষয়ে বাড়ির মালিক প্রদীপ মুখার্জী জানান, কাল সন্ধ্যায় এক নিকটতম আত্মীয় মারা যান। সে কারণেই তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখতে পান এই অবস্থা। এই চুরির ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট
মনে করা হচ্ছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগ এই এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতী। অভিযোগ, ফাঁকা থাকার সুযোগে বাড়ির তিনটি তালা ভাঙে চোর। তারপর বাড়ি থেকে আনুমানিক প্রায় ১৩ থেকে ১৪ ভরি সোনা ও নগদ আনুমানিক ২ লক্ষ টাকা চুরি করা হয়েছে। এলাকার মানুষজন সকালবেলা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পারেন।
এরপরেই খবর দেওয়া হয় ওই বাড়ির লোকজনকে। তারা এসে দেখতে পান বাড়ি তালা ভাঙা অবস্থায় রয়েছে। পাশাপাশি তছনছ করা হয়েছে ঘর। বাড়ি থেকে চুরি গিয়েছে নগদ টাকা ও সোনা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একাধিক চুরির ঘটনা সামনে আসছে। প্রশাসনের কাছে এই বিষয়ে কড়া নজরদারির আবেদন জানিয়েছেন তারা। পাশাপাশি এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন।
