TRENDING:

North 24 Parganas News: বামনগাছিতে হুলস্থুল! বিয়ের কথা বলে ডেকে উধাও প্রেমিককে ফিরে পেতে রেললাইনে শুয়ে পড়লেন প্রেমিকা, বোঝো কাণ্ড

Last Updated:

North 24 Parganas News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেখা করতে ডেকে উধাও প্রেমিক! হারানো ভালবাসা ফিরে পেতে বামনগাছি স্টেশনে রেললাইনে শুয়ে পড়লেন এক যুবতী। শোরগোল স্টেশন চত্বরে, শেষমেশ কী ঘটল? বিস্তারিত পড়ুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রেমিকার সঙ্গে বিয়ের কথা ছিল, আর প্রেমিক বিয়ে না করাতেই গোসা উঠল চরমে! প্রেমিকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বামনগাছি রেলস্টেশনে এদিন রাতে ঘটল হুলস্থুল কাণ্ড। রেললাইনে শুয়ে পড়েই নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে দেখা যায় এক তরুণীকে। যদিও যাত্রী ও স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
বামনগাছি স্টেশন
বামনগাছি স্টেশন
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে বহু যাত্রীর উপস্থিতির মধ্যেই আচমকা এক তরুণী রেললাইনের মাঝখানে শুয়ে পড়েন। দূরে তখন ট্রেনের আলো দেখা যাচ্ছিল। পরিস্থিতি বুঝে স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। প্রথমে তিনি উঠতে রাজি না হলেও ডাউন দত্তপুকুর লোকাল আসতে থাকায় দ্রুত কয়েকজন মহিলা ও যাত্রীরা তাঁকে টেনে প্ল্যাটফর্মে তুলে নেন।

advertisement

আরও পড়ুন: বাংলার মাটিতে কাশ্মীরের সুবাস! টিউলিপ বাগান নদিয়ায়, আপনার বাগানেও ফুটতে পারে, শুধু জানতে হবে কিছু টিপস

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর নাম নয়নতারা দত্ত। তিনি হৃদয়পুর বালক সংঘ এলাকার বাসিন্দা। তরুণীর দাবি, কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক বামনগাছিতে এদিন দেখা করতে ডাকেন। স্টেশনে দেখা করার পর যুবকটি হঠাৎ উধাও হয়ে যান। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে তিনি, যুবককে ফিরে পাওয়ার দাবিতে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ
আরও দেখুন

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, তরুণী হয়তো মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে বাবা স্টেশনে এসে মেয়েকে নিয়ে যান। এদিন বামনগাছি স্টেশনের রেললাইনে এমন ঘটনার সাক্ষী হয়ে হতবাক রেল যাত্রী থেকে ব্যবসায়ীরাও। রেল পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বামনগাছিতে হুলস্থুল! বিয়ের কথা বলে ডেকে উধাও প্রেমিককে ফিরে পেতে রেললাইনে শুয়ে পড়লেন প্রেমিকা, বোঝো কাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল