প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে বহু যাত্রীর উপস্থিতির মধ্যেই আচমকা এক তরুণী রেললাইনের মাঝখানে শুয়ে পড়েন। দূরে তখন ট্রেনের আলো দেখা যাচ্ছিল। পরিস্থিতি বুঝে স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। প্রথমে তিনি উঠতে রাজি না হলেও ডাউন দত্তপুকুর লোকাল আসতে থাকায় দ্রুত কয়েকজন মহিলা ও যাত্রীরা তাঁকে টেনে প্ল্যাটফর্মে তুলে নেন।
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর নাম নয়নতারা দত্ত। তিনি হৃদয়পুর বালক সংঘ এলাকার বাসিন্দা। তরুণীর দাবি, কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক বামনগাছিতে এদিন দেখা করতে ডাকেন। স্টেশনে দেখা করার পর যুবকটি হঠাৎ উধাও হয়ে যান। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে তিনি, যুবককে ফিরে পাওয়ার দাবিতে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, তরুণী হয়তো মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে বাবা স্টেশনে এসে মেয়েকে নিয়ে যান। এদিন বামনগাছি স্টেশনের রেললাইনে এমন ঘটনার সাক্ষী হয়ে হতবাক রেল যাত্রী থেকে ব্যবসায়ীরাও। রেল পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






