TRENDING:

Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই! চিকিৎসার জন্য তৈরি উত্তরবঙ্গ মেডিক্যাল, আশ্বস্ত করে বড় বার্তা সুপারের

Last Updated:

Nipah Virus: এত বছর পর ফের রাজ্যে নিপা ভাইরাস হানা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, পার্থ প্রতিম সরকারঃ বাংলায় হানা দিয়েছে নিপা ভাইরাস। বহু বছর পর আবারও রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। ইতিমধ্যেই ২ জন স্বাস্থ্য কর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানালেন, নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসার জন্য তাঁরা প্রস্তুত।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
advertisement

সালটা ২০০১। সেই সময় শিলিগুড়িতে অজানা জ্বরের প্রকোপ দেখা গিয়েছিল। সেই অজানা জ্বরে চিকিৎসক, নার্স সহ ৫৬ জনের মৃত্যু হয়েছিল। পরে নমুনা সংগ্রহ এবং ল্যাবে পরীক্ষা করে জানা যায়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েই আদপে ৫৬ জনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ আলুর লোভে সোজা লোকালয়ে হাজির! জলপাইগুড়ির গ্রামে হাতির দলের হানা, এলাকা জুড়ে আতঙ্কের আবহ

advertisement

এত বছর পর ফের রাজ্যে নিপা ভাইরাস হানা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, ভাইরাসের নমুনা ল্যাবে পরীক্ষা করা যায়। চিহ্নিত হলে চিকিৎসাও করা হবে বলে দাবি করেন তিনি। তবে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জরুরি পরীক্ষা করা আবশ্যক বলে মনে করেন চিকিৎসক মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

বাংলায় নিপা ভাইরাসের হানা নিয়ে চিন্তিত অনেকে। এই ভাইরাসে আক্রান্ত এক নার্সকে ঘিরে পূর্ব বর্ধমানের কাটোয়া ও মঙ্গলকোট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, সেকথা জানতে জেলা স্বাস্থ্য দফতর বিশেষ তৎপরতা শুরু করেছে। সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি বিশেষ টিম।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই! চিকিৎসার জন্য তৈরি উত্তরবঙ্গ মেডিক্যাল, আশ্বস্ত করে বড় বার্তা সুপারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল