TRENDING:

Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের

Last Updated:

ভোটব্যাঙ্কের জন্যই তৃণমূল অনুপ্রবেশকারীদের আড়াল করছে, মালদহের সভা থেকে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

advertisement
বাংলায় ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিজেপি-র নতুন সরকার৷ এ দিন মালদহের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুপ্রবেশকারী এবং শাসক দল তৃণমূলের আঁতাঁত ভাঙারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে মতুয়া শরণার্থীদেরও নাগরিকত্বের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷
মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে৷ পৃথিবীর সমৃদ্ধ, বিকশিত দেশগুলিও নিজেদের দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে৷ পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারীদের বের করা জরুরি৷ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত কি না? তৃণমূল সরকার থাকলে সেই কাজ অসম্ভব৷ আপনাদের অধিকার, জমি, মা, বোনেদের নিরাপত্তা থাকবে না৷ তৃণমূল কোনও দিন এদের তাড়াবে না৷ কে তাড়াবে?’

advertisement

তৃণমূল অনুপ্রবেশকারীদের আড়াল করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শাসক দল তৃণমূল তৃণমূলের নেতা, সিন্ডিকেট বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে, ভোটার তৈরি করছে৷ যারা অনুপ্রবেশকারী তারা গরিবের অধিকার, তরুণ প্রজন্মের কাজ কেড়ে নিচ্ছে৷ নারীদের উপরে অত্যাচার চালাচ্ছে৷ দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করছে৷ রাজ্যের অনেক জায়গায় জনবিন্যাস বদলে যাচ্ছে৷ অনুপ্রবেশকারী এবং এখানকার শাসক দলের এই জোট ভাঙতে হবে৷ আমি আশ্বাস দিচ্ছি, বিজেপি সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের উপরে বড় পদক্ষেপ করা হবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাশরুম চাষে দেদার লাভ! IIT খড়গপুরের সহায়তায় এবার মাশরুম থেকে তৈরি হবে চা, আটা, আচার
আরও দেখুন

একই সঙ্গে অবশ্য মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে আশ্বস্ত করেছেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা শরণার্থী, মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ, যাঁরা পড়শি দেশে ধর্মীয় হিংসার শিকার হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ তাঁদের সংবিধান ভারতে থাকার অধিকার দিয়েছে৷ মোদি সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে৷ এখানে যে বিজেপি সরকার তৈরি হবে, তারা মতুয়া, নমঃশূদ্রদের আরও উন্নতি করবে৷’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল