অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে৷ পৃথিবীর সমৃদ্ধ, বিকশিত দেশগুলিও নিজেদের দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে৷ পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারীদের বের করা জরুরি৷ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত কি না? তৃণমূল সরকার থাকলে সেই কাজ অসম্ভব৷ আপনাদের অধিকার, জমি, মা, বোনেদের নিরাপত্তা থাকবে না৷ তৃণমূল কোনও দিন এদের তাড়াবে না৷ কে তাড়াবে?’
advertisement
তৃণমূল অনুপ্রবেশকারীদের আড়াল করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শাসক দল তৃণমূল তৃণমূলের নেতা, সিন্ডিকেট বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে, ভোটার তৈরি করছে৷ যারা অনুপ্রবেশকারী তারা গরিবের অধিকার, তরুণ প্রজন্মের কাজ কেড়ে নিচ্ছে৷ নারীদের উপরে অত্যাচার চালাচ্ছে৷ দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করছে৷ রাজ্যের অনেক জায়গায় জনবিন্যাস বদলে যাচ্ছে৷ অনুপ্রবেশকারী এবং এখানকার শাসক দলের এই জোট ভাঙতে হবে৷ আমি আশ্বাস দিচ্ছি, বিজেপি সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের উপরে বড় পদক্ষেপ করা হবে৷’
একই সঙ্গে অবশ্য মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে আশ্বস্ত করেছেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা শরণার্থী, মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ, যাঁরা পড়শি দেশে ধর্মীয় হিংসার শিকার হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ তাঁদের সংবিধান ভারতে থাকার অধিকার দিয়েছে৷ মোদি সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে৷ এখানে যে বিজেপি সরকার তৈরি হবে, তারা মতুয়া, নমঃশূদ্রদের আরও উন্নতি করবে৷’
