বুধবার ভোররাতে শান্তিপুরের উপ-পৌরপতি কৌশিক প্রামানিকের বাড়ির মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। শিব লিঙ্গের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না-সহ প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর।
advertisement
উপ-পৌরপতি জানান, মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। মন্দিরে সিসি ক্যামেরাও লাগানো আছে। সিসিটিভি ফুটেজ দেখা বোঝা যাচ্ছে, পাশের একটি মাঠ থেকে গতকাল ভোর ৩টে ১৯ মিনিট নাগাদ এক ব্যক্তি প্রথমে মন্দিরের কাচের দরজা ভাঙে এবং তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে। মন্দিরে ঘুরে শিবলিঙ্গের গায়ে থাকা সোনা এবং রুপোর গয়না চুরি করে।
আরও পড়ুনঃ ফোনে নয়, বইয়ের পাতায় মেধার বিকাশ! তমলুকে শুরু বইমেলা ২০২৬, জেলাশাসকের বিশেষ আবেদন
শুধু তাই নয়, মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। শুধুমাত্র কিছু খুচরো পয়সা প্রণামী বাক্সে ফেলে রেখে গিয়েছে। উপ-পৌরপতির বাড়ির মন্দিরের চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
