সেই অনুযায়ী সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিয়ার সিরিয়াল হার্ট অপারেশন সম্পন্ন হয়। এই ব্যয়বহুল চিকিৎসার মোট খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। আর্থিক অক্ষমতার কারণে দিয়ার পরিবার এত বড় অঙ্কের চিকিৎসা করাতে সম্পূর্ণ অপারক ছিল। বহু জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একাধিক হাসপাতালে গিয়েও কোন লাভ হয়নি।
আরও পড়ুন: গাছতলায় বিশ্রাম নিতে যাওয়া কাল হল, চোখ খোলার আগে পিষে দিল হাতি! আতঙ্কে থরথর করে কাঁপছে কুমারগ্রাম
advertisement
সর্বশেষে শান্তিপুরের বর্তমান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সহযোগিতা এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ডঃ আমানুল হকের বিশেষ উদ্যোগে দিয়ার সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে করানো সম্ভব হয়। ওই বেসরকারি হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ শল্যচিকিৎসক ডঃ কুন্তল রায়চৌধুরী দিয়ার তিন ধাপের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর বর্তমানে দিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিরাপদে বাড়ি ফিরেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিয়ার বাড়ি শান্তিপুরের নতুনপাড়া এলাকায়। মেয়ের জীবন ফিরে পাওয়ায় পরিবারে এখন খুশির আবহ। দিয়ার বাবা-মা চিকিৎসকদের পাশাপাশি সকল সহায়তাকারী ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল, সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা থাকলে আর্থিক অক্ষমতাও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না।





