জানা গিয়েছে, বাড়ি থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রবি। তালগ্রাম মোড়ের কাছে ট্রাক্টর ধাক্কা মারলে গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ পাইপগান থেকে কার্তুজ! মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, জেলা পুলিশের ফের বড় সাফল্য
advertisement
মৃতের পরিবারের সদস্য কৌশিক মার্জিত জানিয়েছেন, রবি চাষের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও সাইকেলে করে মাঠে যাচ্ছিলেন। সেই সময়ই একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে, যদিও চালক পলাতক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের অন্যতম রোজগেরে ব্যক্তি ছিলেন রবি মার্জিত। পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর আগামীদিনে কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গেই ঘাতক ট্রাক্টর চালকের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা।






