মুর্শিদাবাদের তিন সফল মহিলা কৃষকের হাত দিয়ে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এবছরের কৃষি মেলার মাঙ্গলিক সূচনা করা হয়। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন সারগাছি আশ্রমের এই কৃষি সমৃদ্ধি মেলায় ছিল কৃষিজ নানা পণ্যের প্রদর্শনী, থাকছে কৃষি প্রযুক্তি ও সরঞ্জামের পসরাও।
আরও পড়ুন: ডাম্পার-লরির দৌরাত্ম্য! মুর্শিদাবাদে ভয়ঙ্কর কাণ্ড, দুর্ঘটনায় ডান হাত খোয়া গেল ৮ বছরের খুদের
advertisement
প্রথমদিনের এক জাতীয় স্তরের আলোচনা চক্রে দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী গবেষক ও আইসিএআর-এর পদস্থ আধিকারিকেরা আলোকপাত করেন। এবারের বিষয় ভাবনা ‘কৃষিতে মহিলাদের ক্ষমতায়ন’। মেলায় প্রাঞ্জল উপস্থিতি ছিল সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আটারি শাখার ডিরেক্টর ডঃ প্রদীপ দে, ন্যাশনাল জুট বোর্ডের যুগ্ম অধিকর্তা ডঃ মহাদেব দত্ত, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডঃ সুজন বিশ্বাস সহ রাজ্য সরকারের কৃষি, প্রাণীসম্পদ-সহ বিভিন্ন দফতরের উপ অধিকর্তাদের। মুর্শিদাবাদ জেলার সফল তিন মহিলা কৃষক মৌসুমি বিশ্বাস, আকলিমা বিবি ও শামিমা ইমাম তারা আগামী দিনের কৃষকদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রামকৃষ্ণ মিশন সারগাছি অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজী জানিয়েছেন, “কৃষির প্রতি শুধু পুরুষ নয়, মহিলাদের আরও এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ। তাই মহিলাদের হাতে মেলার উদ্বোধনের পাশাপাশি আগামী দিনে আরও অন্যান্য মহিলাদের উদ্বুদ্ধ করতেই আমাদের প্রধান উদ্যোগ।” মহিলা কৃষক মৌসুমী বিশ্বাস তার কথায়, “আমরা আজকে আনন্দিত মহিলারা এগিয়ে আসছেন কৃষিতে। ভারতবর্ষে ৬০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। মুর্শিদাবাদ জেলার আমরা তিনজন মহিলা বর্তমান দিনে পথ দেখালেও আগামী দিনে পুরুষের পাশাপাশি মহিলাদের এগিয়ে আসা উচিত। তবেই কৃষি আরও উন্নতি ঘটবে।”





