আরও পড়ুন– আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গদা ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষের চিহ্নিত এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। একই ধরনের আরও বহু ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে। ইসকনের অফিসিয়াল ওয়েবসাইটে রুম বুকিং ফুল দেখাচ্ছে। তখনই এই ওয়েবসাইটের ফাঁদে পড়ছেন পর্যটক ও ভক্তেরা।
advertisement
“এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়, এবং পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়,” বললেন রাধারমণ দাস, ভাইস-প্রেসিডেন্ট, ইসকন কলকাতা। একমাত্র অনুমোদিত বুকিং পোর্টাল ইসকন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে https://www.visitmayapur.com/
এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ, বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রতারিত পরিবারগুলো চরম বিপাকে করছেন ভ্রমণের ও ধর্মীয় আনন্দ নিতে এসে। এই প্রতারণার প্রভাব অত্যন্ত মর্মান্তিক। উৎসবের সময় ঘর দুর্লভ হয়ে পড়ায় বহু মানুষ অনলাইনে মরিয়া হয়ে খোঁজ করতে গিয়ে এই ভুয়ো পোর্টালের ফাঁদে পড়ছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে—অনেক সময় বিদেশ থেকেও—পরিবার-সহ মায়াপুরে এসে অনেকেই জানতে পারছেন যে তাঁদের বুকিং আদৌ অস্তিত্বহীন। এবং তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।
ইসকন কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে, তদন্ত চলছে। আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে রাধারমণ দাস, ভাইস-প্রেসিডেন্ট, ইসকন কলকাতা, জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে। “এটি বিশ্বাস ও আস্থার উপর গুরুতর অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। ইসকন মায়াপুর কর্তৃপক্ষ এফ আই আর দায়ের করেছে এবং আইন তার নিজস্ব পথে এগোচ্ছে। এই প্রতারকদের রুখে না দেওয়া পর্যন্ত জনসচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা,” বলেন রাধারমণ দাস।
জনসাধারণের জন্য পরামর্শ-
আইএসকন ভক্ত ও পর্যটকদের অনুরোধ করেছে—
রুম বুকিং করুন শুধুমাত্র: https://www.visitmayapur.com/
হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং, ব্যক্তিগত ফোন কল বা এজেন্ট এড়িয়ে চলুন
ছাড়, তাড়াহুড়োর দাবি বা অন্য কারোর আশ্বাসে বিভ্রান্ত হবেন না
টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের ইউআরএল ভালভাবে যাচাই করুন
মন্দির কর্তৃপক্ষ সকলকে এই সতর্কবার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে, যাতে মায়াপুরে এক পবিত্র ও আধ্যাত্মিক যাত্রা কোনওভাবেই ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত না হয়।
