TRENDING:

Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই, উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি

Last Updated:

Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই। সাগরে যেতে না পারার আক্ষেপে অনেকেই কাকদ্বীপে মুড়িগঙ্গাতে স্নান করেছেন। ফিরতি ভিড়ও আছড়ে পড়ছে কাকদ্বীপে। ফলে উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই। সাগরে যেতে না পারার আক্ষেপে অনেকেই কাকদ্বীপে মুড়িগঙ্গাতে স্নান করেছেন। ফিরতি ভিড়ও আছড়ে পড়ছে কাকদ্বীপে। ফলে উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি।
advertisement

এ নিয়ে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারী জানিয়েছেন, যে ব্রিজটা কে করবে জানার দরকার নেই, রাজ্য অথবা কেন্দ্র যেই করুক দ্রুত ব্রিজ তৈরি হোক। আজকে লক্ষ লক্ষ মানুষ এসে শুধুমাত্র পরিবহন সমস্যার জন সাগরে আসতে না পেরে ফিরে যাচ্ছেন লট এইট থেকে এটা লজ্জার। গোটা বিশ্বের মানুষজন দেখছে। ব্রিজ তৈরি করা খুবই দরকার।

advertisement

আরও পড়ুন – Washington Sundar Replacement: চোট বড়সড়ই, দ্রুত ওয়াশিংটন সুন্দরের বদলি খুঁজে নিল বোর্ড, ২ বছর বাদে দলে তারকা ক্রিকেটারের কামব্যাক

কাকদ্বীপের মুড়িগঙ্গাতে স্নান করার পর সুতৃষ্ণা নাইয়া সরকার নামের এক মহিলা জানিয়েছেন, ভেসেল ধরার জন্য এত ভিড় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ওপারে পার হওয়া যাচ্ছে না। শেষে কি আর করা যাবে কাকদ্বীপের এপারেই স্নান করতে হচ্ছে।

advertisement

View More

গঙ্গার এপার আর ওপার সবদিক গঙ্গা ফলে অগত্যা স্নান করে ফিরে যেতে হচ্ছে। দ্রুত ব্রিজ করলে সমস্ত সমস্যার সমাধান হবে এই আশা করছেন সকলেই। ফলে ব্রিজ তৈরি করা খুবই দরকার।‌ না হলে এই সমস্যা থেকেই যাবে।

এদিকে লক্ষ লক্ষ কাকদ্বীপ থেকে ফিরে যাওয়ায় খুবই ব্যথিত কাকদ্বীপের বাসিন্দারাও। তাঁরা জানিয়েছেন গঙ্গাসাগরে স্নান করতে অনেকেই আসেন তাদের কথা ভেবে তাঁরা নিজেরাও এই সময়টাতে খুব একটা যান না গঙ্গাসাগরের দিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই, উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি
আরও দেখুন

তবুও ফিরে যেতে হচ্ছে সকলকে। ব্রিজ দ্রুত হোক এটাই এখন সকলের ইচ্ছা। কোনোওরকম তরজার মধ্যে গিয়ে এই ব্রিজের কাজ যাতে না আটকে থাকে সেই দিকটিও দেখতে হবে বলে জানিয়েছেন তাঁরা। Nawab Mullick

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar: প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই, উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল