জানা গিয়েছে, ২৭০ মঙ্গলকোট বিধানসভার কুলশুনা গ্রামের ১৬৫ থেকে ১৬৯ পর্যন্ত মোট পাঁচটি বুথের প্রায় ১৭০০ জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, একসঙ্গে একটি গ্রামের এতো পুরুষ মহিলার তথ্যে ভুল থাকে কি করে? শুধুমাত্র হয়রান করার জন্য এতো ভোটারকে দূরের শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে। এরপর আবার মাধ্যমিকের অ্যাডমিড কার্ডকে মানতে চাইছে না। এটা কি করে হয়?
advertisement
আরও পড়ুনVande Bharat Sleeper : ঝাঁ চকচকে বন্দে ভারত স্লিপারে সফর, বাতিল হলে টিকিট ক্যানসেল করার নিয়ম জানুন
অবরোধকারীদের দাবি, এই গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর। কাজেই তাদের পক্ষে একদিনের রুজিরুটি ফেলে রেখে শুনানিতে হাজিরা দিতে যাওয়া সম্ভব নয়। তাই গ্রামেই বুথে বুথে শুনানির দাবি তোলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। পাশপাশি প্রামাণ্য নথির তালিকা থেকে মাধ্যমিকের অ্যাডমিড কার্ড বাদ দেওয়ারও প্রতিবাদ জানান তারা। সকাল সাড়ে আটটা থেকে রাস্তা অবরোধ চলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
দফায় দফায় মঙ্গলকোট থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করে। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামী কাল যাদের ডাকা হয়েছে তাঁদের শুনানিতে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। তাঁদের আরও একবার ডেট দেওয়া হবে। সেইসঙ্গে যাতে বুথে বা গ্রামের কাছাকাছি জায়গায় শুনানি করা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে জানানো হবে। প্রশাসনের এই আশ্বাসে দুপুরে অবরোধ ওঠে।
