TRENDING:

Mamata Banerjee Slams BJP: 'আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে', সিঙ্গুর থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার মমতার

Last Updated:

Mamata Banerjee Slams BJP: বুধবার সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঙ্গুর: ১০ দিন আগে এই সিঙ্গুরের ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও শিল্প নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী। বুধবার সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।”

advertisement

আরও পড়ুন: রেকর্ড দাম বৃদ্ধির পর এবার কি সস্তা হবে রুপো? জেনে নিন বিনিয়োগকারীদের এখন কী করা উচিত

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতার হুঙ্কার, ‘তোমরা অনেক দেখেছ। বাংলাকে দেখোনি। আমাকে তোমরা ঘেচু করবে। যা খুশি করবে। আমাকে গুলি করবে? আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে। বাংলার মা বোনেরা নাড়ু দেবে। নাড়ুর বিপরীত কী?’

advertisement

আরও পড়ুন: ‘আমি ওঁর সিদ্ধান্তে একেবারেই হতাশ নই’, প্রিয় অরিজিতের প্লেব্যাক ছাড়ার ঘটনায় আর কী লিখলেন শ্রেয়া? ভাইরাল পোস্ট

SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন ফের অভিযোগ করে মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফল নয় যেন ‘সোনা’! বাঁকুড়ার বেলের দিওয়ানা কলকাতা, লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee Slams BJP: 'আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে', সিঙ্গুর থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল