এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।”
advertisement
আরও পড়ুন: রেকর্ড দাম বৃদ্ধির পর এবার কি সস্তা হবে রুপো? জেনে নিন বিনিয়োগকারীদের এখন কী করা উচিত
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতার হুঙ্কার, ‘তোমরা অনেক দেখেছ। বাংলাকে দেখোনি। আমাকে তোমরা ঘেচু করবে। যা খুশি করবে। আমাকে গুলি করবে? আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে। বাংলার মা বোনেরা নাড়ু দেবে। নাড়ুর বিপরীত কী?’
SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন ফের অভিযোগ করে মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর।
আবীর ঘোষাল
