TRENDING:

Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা

Last Updated:

দার্জিলিংয়ের ম্যাল রোডের কাছে থাকা মহাকাল মন্দিরের আদলেই শিলিগুড়ির এই নতুন মন্দির গড়ে তোলা হবে৷

advertisement
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ির কাছে মাটিগাড়ায় ১৭.৪ একর জমির উপরে তৈরি হবে এই মহাকাল মন্দির৷ দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলেই মাটিগাড়ার এই মন্দির তৈরি করা হবে৷
উত্তরবঙ্গের নতুন আকর্ষণ হবে মহাকাল মন্দির, দাবি মমতার৷
উত্তরবঙ্গের নতুন আকর্ষণ হবে মহাকাল মন্দির, দাবি মমতার৷
advertisement

নতুন এই শিব মন্দিরের নাম মহাকাল মহাতীর্থ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ভবিষ্যতে এই মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে৷ বিশ্বের অন্যতম বড় শিব মন্দির হবে এটি৷’ এই মন্দিরে দিনে ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবেন বলে জানান৷ মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দির চত্বরে৷ মোট উচ্চতা হবে ২১৬ ফুট৷ ১০৮ ফুটের ভিত্তির উপরে ১০৮ ফুট উচ্চতার ব্রোঞ্জের আরও একটি গোল মূর্তি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, মন্দিরের কাজ শেষ হতে কমবেশি আড়াই বছর সময় লাগবে৷

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘মন্দিরের সীমানা বরাবর ১২টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে৷ ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এই মন্দিরে৷ শিবালয়ের রীতি অনুযায়ী মন্দিরের চার কোণে চারজন দেবতার মূর্তিও থাকবে৷ দুটি প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে একসঙ্গে দশহাজার ভক্তের সমাগম হতে পারবে৷ থাকবে দুটি সভামণ্ডপ৷ যেখানে একসঙ্গে ৬ হাজার মানুষ৷ ফ্রেসকো পেইন্টিংয়ের মাধ্যমে মহাকালের কাহিনি ফুটিয়ে তোলা হবে৷ থাকবে দুটি নন্দী গৃহ৷ রূদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ড থাকবে৷ সেখান থেকে ভক্তরা মন্দিরের পবিত্র জল বাড়ি নিয়ে যেতে পারবেন৷’ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে শিল্পে এক নম্বর করব বলেছিলাম, করেই ছাড়ব৷’

advertisement

এ ছাড়াও মন্দির চত্বরের ভিতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, ক্যাফেটেরিয়া, ডালা আর্কেড, পুরোহিতদের থাকার ব্যবস্থা সহ একাধিক সুবিধে৷ মুখ্যমন্ত্রীর দাবি, মহাকাল মহাতীর্থকে কেন্দ্র করে এলাকায় পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে৷ প্রচুর হোটেল, দোকান এবং কর্মসংস্থানও বাড়বে৷ মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে একটি ট্রাস্ট৷

মন্দিরের পাশেই আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরিরও জমি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেসরকারি কোনও সংস্থা উদ্যোগী হলে ভবিষ্যতে এই কনভেনশন সেন্টারও গড়ে তোলা হবে৷ মুখ্যমন্ত্রীর দাবি, এই মন্দিরকে কেন্দ্র করে ভবিষ্যতে ওই এলাকায় ব্যবসায়িক লেনদেনও বাড়বে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উপেক্ষিত পাহাড়, অদম্য বিশ্বাস
আরও দেখুন

দিঘার জগন্নাথ মন্দিরের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে শিলিগুড়ির মাটিগাড়াতেও এই মহাকাল মহাতীর্থকে কেন্দ্র করে পর্যটন এবং আধাত্মিকতার মেলবন্ধন ঘটবে৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল