সুফল বাংলার ৫০টি ভ্রাম্যমান স্টলের ও উদ্বোধন করবেন সিঙ্গুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা যোজনার অধীনে ৮০ কোটি টাকার বীমা প্রদানও এই মঞ্চ থেকেই করবেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকেই কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের জন্য ২৯ হাজার আধুনিক ফার্ম মেশিনারি প্রকল্প-সহ ৬০৩টি কৃষকদের জন্য মেশিনারি হাব-এরও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ টি জেলার ৪৭৬০ জনকে জমির পাট্টাও এই মঞ্চ থেকেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন- এসআইআর আবহে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজধানীতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি
বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ‘উন্নত সুস্বাস্থ্য’ কর্মসূচিরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবার মান উন্নয়নে ৩ হাজার ৭০০ কোটি টাকার এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ২২ টি দফতরের ৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন সিঙ্গুর থেকেই করবেন মুখ্যমন্ত্রী। ২২ টি দফতরের ১০৭৬টি নয়া প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি ৷ ৫৬৯৪ কোটি টাকার আর্থিক মূল্যের এই প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ২৮ টি দফতরের অধীনে ৬১৬ টি প্রজেক্টের শিলান্যাসও সিঙ্গুরের মঞ্চ থেকেই করবেন মুখ্যমন্ত্রী। ৬১৬ টি প্রজেক্টের আর্থিক মূল্য ২১৭৭ কোটি টাকা।
গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেছিলেন সিঙ্গুরে। ১০ দিনের মাথায় আজ, বুধবার সেই সিঙ্গুরেই কর্মসূচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আজ। বুধবার বিকেলেই তিনি রাজধানী দিল্লিতে পৌঁছবেন। সেখানে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাশাপাশি, আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।
