TRENDING:

Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার

Last Updated:

এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভবানীপুরের সব বিএলএ ২ ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একগুচ্ছ নির্দেশ৷ এর আগে গত ১৬ ডিসেম্বর বৈঠক করেছিলেন বিএলএ-দের নিয়ে তৃণমূলনেত্রী৷ দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে বিএলএ ২ ও কাউন্সিলরদের মমতা বলেন, ‘‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন দূরাচারের বিরুদ্ধে এই লড়াই। আপনারা দিন-রাত অনেক পরিশ্রম করছেন। আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে। পরিশ্রম আরও বেশি করে করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। আরও বেশি করে স্ক্রুটিনি করুন।’’ সূত্রের খবর, ৬৩ ও ৭২ এই দুই ওয়ার্ডে আরও বেশি করে জোর দিতে বলেছেন তিনি।
News18
News18
advertisement

আরও পড়ুন : বিনামূল্যে স্যানিটারি প্যাড…দিতেই হবে স্কুলকে, কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট! জানাল, ‘মেনস্ট্রুয়াল হেলথ সাংবিধানিক মৌলিক অধিকার’

আরও পড়ুন : পুলিশ সুপারের হাত থেকে সরাসরি…মোবাইল! সকলেরই মুখে চওড়া হাসি, বিরাট সাফল্য

এদিনের বৈঠকে মমতা বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করে।’’ সব দিনের রিপোর্ট ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারকে দিতে বলা হয়েছে। ফিরহাদ হাকিম তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সতর্ক করা হয়েছে কাউন্সিলরদেরও।

advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের নাম। অর্থাৎ, প্রায় ৪৪ হাজার ৭৮৬ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ। বাদ পড়া নামের একটি বড় অংশে ভোটারদের ‘মৃত’ বলে উল্লেখ করেছিল নির্বাচন কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

প্রসঙ্গত, কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। তৃণমূল সূত্রে খবর, ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ গিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত, তাই এই ওয়ার্ডটির স্ক্রুটিনিতে বিশেষ নজর দিতে বলা হয়েছিল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Meet at Bhawanipur on SIR: নজরে ভবানীপুর! ‘ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে,’ বিএলএ-দের বিশেষ বৈঠকে নির্দেশ মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল